যারা লেন্স পরেন, তারা চোখের ওয়াটার লাইনে কাজল দেবেন না। চোখ সুন্দর করতে চোখের ওয়াটার লাইনে আমরা কাজল দিয়ে থাকি। কিন্তু, যারা লেন্স পরেন তারা এই কাজ করবেন না। এতে প্রোডাক্ট লেন্সে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এর থেকে চোখের ক্ষতি হয়। তাই ওয়াটার লাইনে কাজল ব্যবহার না করাই ভালো।