গণেশ পুজোয় সাজতে পারেন লাল পোশাকে। লাল চুড়িদার, আনারকলি কিংবা লাল রঙের শাড়ি পরতে পারেন। গণেশ পুজোর অনুষ্ঠানে যাওয়ার জন্য এই পোশাক বেশ মানাবে। এর সঙ্গে সঠিক জুয়েলারি ও ব্যাগ বেছে নিন। ৩১ তারিখ পুজিত হবেন ভগবান গণেশ। এই উপলক্ষ্যে অনেকের নিমন্ত্রণ থাকে। কিংবা বাড়িতে পুজো থাকলেও পরতে পারেন লাল পোশাক।