খাদ্যতালিকায় রাখুন এই কয়টি খাবার। কয়টি খাবারের গুণে চুলের ফলিকলগুলো ঠিক থাকে। প্রতিদিন সকালে ১টি করে ডিম (Egg) খান। খান প্রোটিন, জিঙ্ক, আয়রন, সেলেনিয়া ও ভিটামিন বি ১, বি ৬, বি ৯ এ পরিপূর্ণ আখরোট। এছাড়া, খাদ্যতালিকায় রাখুন গাজর, কলা ও বাদাম। এই সকল খাবার চুলের জন্য বেশ উপকারী। এতে চুলের যে কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন।