২৫ মার্চ পালিত হচ্ছে ‘দ্য ডে অফ আনবর্ন বেবি’ (The day of unborn baby)। এই দিনটি সেই সকল বাচ্চাকে (Baby) উৎসর্গ করা হয়, যারা ভূমিষ্ট হওয়ার আগেই মৃত্যু বরণ করেন। এর কারণ গর্ভপাত। ১৯৯৩ সালে ‘জন্ম নেওয়ার অধিকারকে’ স্মরণ করার জন্য দিনটি নির্দিষ্ট করেন। এই দিন গর্ভপাতের কারণে মারা যাওয়া অনাগত শিশুদের সম্মান করার লক্ষ্যেই দিনটি নির্দিষ্ট করা হয়েছে। এই বিশেষ দিনে বিশ্বের বিভিন্ন শহরে সচেতনতা মূলক কর্মসূচি (Programme) পালিত হয়। যেখানে জন্ম নেওয়ার অধিকার প্রসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করা হয়ে থাকে।