দইয়ের ফোঁটা দিয়ে, শঙ্খ বাজিয়ে আরতি করে ভাইয়ের দীর্ঘায়ু কামনার রীতি বহু বছর ধরে চলে আসছে। কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা উদযাপিত হয় সারা দেশ জুড়ে। কোথাও এটি ভাউবীজ, কোথাও ভাইয়া দুজ বা ভাই দুজ। গুজরাতে আবার এটি ভাই বেজ নামে পরিচিত। এই অনুষ্ঠানে মিষ্টি যেমন অপরিহার্য তেমনই গুরুত্বপূর্ণ হল উপহার দেওয়া। বাঙালিদের আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। ভাই হোক বা দাদা, দিদি হোক বা বোন, উভয়ের মধ্যে উপহার দেওয়ারা রীতি আছে। জেনে নিন এবার আপনি আপনার ভাই বা দাদা কিংবা বোনকে কী উপহার দেবেন।