ভাইফোঁটার উৎসবে ভাইয়ের জন্য কিনতে পারেন চকোলেট সন্দেশ (Chocolate Sandesh)। চকোলেটের স্বাদ ছোট-বড় সকলেরই পছন্দ। আর এই সন্দেশ বেশ সুস্বাদুও হয়। ছানা, কোকো পাউডার, চিনি, কাজু, আমন্ড, কিশমিশ, গুঁড়ো দুধ আর ঘি দিয়ে তৈরি হয় চকোলেট সন্দেশ (Chocolate Sandesh)।