চলছে আলোর উৎসব। ধনতেরাস (Dhanteras), ভূত চতুর্দশী (Bhoot Chaturdasi), কালীপুজো (Kali puja), দীপাবলি (Diwali), ভাইফোঁটা (Bhai Dooj)- সপ্তাহ ব্যাপী একের পর এক অনুষ্ঠান। প্রতিটি শহর যখন দীপাবলি (Diwali) পালনে ব্যস্ত তখন এক অন্য ধরনের উৎসব পালন হল নেপালে। পালিত হয় কুকুর তিহার (Kukur Tuhar)। কুকুর উৎসবটি (Festival) নেপালে (Nepal) ব্যাপকভাবে জনপ্রিয়। নেপালে পাঁচ দিনের হিন্দু উৎসবের তিহারের দ্বিতীয় দিন হল কুকুর তিহার। নেপালি হিন্দুরা ভগবান ভৈরবের সাথে পশুর সংযোগ উদযাপন করতে কুকুরের পুজো করেন। এই দিনে পুজোরীরা কুকুরকে মালা ও তিলক দিয়ে সাজায়। তাদের মাংস, দুধ, ডিম ইত্যাদি-সহ তাদের প্রিয় খাবার খাওয়ানো হয়।