ভ্যাম্পায়ার কিস
লিপ কিস ,ফ্রেঞ্চ কিস, স্মুচ এসব একঘেয়ে চুম্বন আজ আর নয়। বিশেষ দিনে সঙ্গীকে উষ্ণ চুম্বনে ভরিয়ে তুলতে ট্রাই করুন ভ্যাম্পায়ার কিস। নামটা শুনে ভ্যাম্পায়ারের মুখ ভেসে উঠলেও এ আসলে তা নয়। কিন্তু ভ্যাম্পায়ারের সঙ্গে এর বেশ মিল রয়েছে। গলায় বা ঘাড়ে গভীর চুমুকেই বলা হয় ভ্যাম্পায়ার কিস। অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় এই কিসে মত্ত থাকে বেশিরভাগ যুগলরা।