ঘুমোতে যাওয়ার আগে মাথার নীচে এক টুকরো লেবু রাখুন, আর নিজে ম্যাজিকটা দেখুন

লেবুর অনেক গুণ রয়েছে। লেবুর রসের মধ্যে এমন অনেক অজানা গুণ রয়েছে যা শরীর খারাপ থেকে  শুরু করে শরীরকে সুস্থ রাখার নানান গুণ রয়েছে। সারাবছরই এই পাতিলেবু পাওয়া যায়। সাধ্যের মধ্যে এই লেবু কিনতেও খুব বেশি খরচ হয় না। কিন্তু এই লেবু শুধু শরীর খারাপই নয় , এর অনেক অজানা গুণ রয়েছে। ব্লাড প্রেশার থেকে স্ট্রেস দূর করতেও লেবুর জুড়ি মেলা ভার। জেনে নিন লেবুর গুনাগুণ।

Riya Das | Published : Feb 9, 2020 3:47 AM IST / Updated: Feb 09 2020, 10:08 AM IST

111
ঘুমোতে যাওয়ার আগে মাথার নীচে এক টুকরো লেবু রাখুন, আর নিজে ম্যাজিকটা দেখুন
রাতে শোওয়ার পর বিছানার পাশে একটা পাতিলেবু কেটে রেখে দিন। তাহলেই ম্যাজিকটা দেখুন।
211
যারা ঘুমের অসুবিধায় ভুগছেন তাদের এই টোটকা খুবই কাজে দেবে।
311
যারা দীর্ঘদিন ধরে ঠান্ডার সমস্যায় ভুগছেন, ঘুমাতে যাবার সময় মাথার পাশে একটুকরো লেবু রেখে দিন। সকালে উঠে দেখবেন ঠান্ডা গায়েব।
411
ছিপছিপে চেহারা পেতে গেলে প্রতিদিন সকালে খালি পেটে লেবু জল খান। আর নিজেই ম্যাজিক দেখুন।
511
ঘরকে সতেজ রাখতে ঘরের এক কোণায় লেবুর টুকরো রাখুন। দেখবেন ঘরটা নিমেষে ফ্রেশ লাগবে।
611
যাদের হাইপারটেনশন রয়েছে, তাহলে তারাও লেবুর গন্ধ নিতে পারেন।
711
ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতেও লেবু ভীষণ কার্যকরী।
811
লেবু ও লবঙ্গ ঘরের কোণায় রেখে দিন। দেখবেন পোকামাকড় আসবে না।
911
মানসিক চাপে ভুগছেন। একটা লেবু নিয়ে শুকতে থাকুন। দেখবেন ভাল লাগবে। স্ট্রেস দূর করতেও লেবুর জুড়ি মেলা ভার।
1011
যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা ঘুমাতে যাওয়ার জন্য বালিশের পাশে একটুকরো লেবু রেখে দিন উপকার পাবেন।
1111
শরীর খারাপ থেকে শুরু করে শরীরকে সুস্থ রাখার নানান গুণ রয়েছে লেবুর রসের মধ্যে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos