ঘুমোতে যাওয়ার আগে মাথার নীচে এক টুকরো লেবু রাখুন, আর নিজে ম্যাজিকটা দেখুন
লেবুর অনেক গুণ রয়েছে। লেবুর রসের মধ্যে এমন অনেক অজানা গুণ রয়েছে যা শরীর খারাপ থেকে শুরু করে শরীরকে সুস্থ রাখার নানান গুণ রয়েছে। সারাবছরই এই পাতিলেবু পাওয়া যায়। সাধ্যের মধ্যে এই লেবু কিনতেও খুব বেশি খরচ হয় না। কিন্তু এই লেবু শুধু শরীর খারাপই নয় , এর অনেক অজানা গুণ রয়েছে। ব্লাড প্রেশার থেকে স্ট্রেস দূর করতেও লেবুর জুড়ি মেলা ভার। জেনে নিন লেবুর গুনাগুণ।
Riya Das | Published : Feb 9, 2020 3:47 AM IST / Updated: Feb 09 2020, 10:08 AM IST
রাতে শোওয়ার পর বিছানার পাশে একটা পাতিলেবু কেটে রেখে দিন। তাহলেই ম্যাজিকটা দেখুন।
যারা ঘুমের অসুবিধায় ভুগছেন তাদের এই টোটকা খুবই কাজে দেবে।
যারা দীর্ঘদিন ধরে ঠান্ডার সমস্যায় ভুগছেন, ঘুমাতে যাবার সময় মাথার পাশে একটুকরো লেবু রেখে দিন। সকালে উঠে দেখবেন ঠান্ডা গায়েব।
ছিপছিপে চেহারা পেতে গেলে প্রতিদিন সকালে খালি পেটে লেবু জল খান। আর নিজেই ম্যাজিক দেখুন।