চোখের সমস্যা নানা কারণে হতে পারে। সে দীর্ঘক্ষণ একটানা কাজ করলেই হোক বা শরীরের অন্য কোনও সমস্যা। যে কোন বয়সে এই সমস্যা আসতেই পারে। আর চোখের সমস্যায় আসলেই চশমা মাস্ট। যদিও কেউ কেউ আবার স্টাইলের জন্যও এই চশমা ব্যবহার করে। কিন্তু চশমা পরতে পরতে অনেক সময়েই একঘেয়েমি চলে আসে । তখন অনেকেই লেন্সের দিকে ঝোকে। কিন্তু একটানা লেন্স পরাও খুবই অসুবিধাজনক। তখন ঘুরেফিরে আবার চশমাতেই ফিরতে হয়। এই চশমা ব্যবহার করলেই হল না। এর বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে। যা মেনে চললে চোখও ভাল থাকে আর সেই সঙ্গে চশমাও। রইল বিশেষ কিছু টিপস।
একটানা চশমা পরতে পরতে নাকের দুপাশে কালচে বাদামী রঙের দাগ পড়ে যায়। যা দেখতে খুবই খারাপ লাগে। কিন্তু দীর্ঘদিন ধরে এই চশমা ব্যবহার করতে করতে এই দাগও বসে যায়। অ্যালোভেরার রস নাকের দাগযুক্ত জায়গায় লাগিয়ে আধঘন্টার জন্য ম্যাসাজ করে নিন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত একবার কর করলে এই দাগ উঠে যাবে।
510
প্রতিদিন একবার করে চশমা পরিস্কার কিন্তু মাস্ট। হালকা গরম জল বা চশমার পরিস্কার করার লিক্যুইড দিয়ে চশমা পরিস্কার করুন।
610
অন্ধকারে ব্যাগের মধ্যে চশমা রাখলে তা অনেকসময়েই খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে চশমার খাপের উপর মার্কার দিয়ে রাখুন। অন্ধকারে যা সহজেই চোখে পড়বে।
710
প্রতিদিন একবার করে চশমা পরিস্কার কিন্তু মাস্ট। হালকা গরম জল বা চশমার পরিস্কার করার লিক্যুইড দিয়ে চশমা পরিস্কার করুন।