নিয়মিত চশমা ব্যবহার করেন, মেনে চলুন কয়েকটি সহজ নিয়ম

চোখের সমস্যা নানা কারণে হতে পারে। সে দীর্ঘক্ষণ একটানা কাজ করলেই হোক বা শরীরের অন্য কোনও সমস্যা। যে কোন বয়সে এই সমস্যা আসতেই পারে। আর  চোখের সমস্যায় আসলেই চশমা মাস্ট। যদিও কেউ কেউ আবার স্টাইলের জন্যও এই চশমা ব্যবহার করে। কিন্তু চশমা পরতে পরতে অনেক সময়েই একঘেয়েমি চলে আসে । তখন অনেকেই লেন্সের দিকে ঝোকে। কিন্তু একটানা লেন্স পরাও খুবই অসুবিধাজনক। তখন ঘুরেফিরে আবার চশমাতেই ফিরতে হয়। এই চশমা ব্যবহার করলেই হল না। এর বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে। যা মেনে চললে চোখও ভাল থাকে আর সেই সঙ্গে চশমাও। রইল বিশেষ কিছু টিপস।

Riya Das | Published : Feb 5, 2020 4:48 PM
110
নিয়মিত চশমা ব্যবহার করেন,  মেনে চলুন কয়েকটি সহজ নিয়ম
চশমা ব্যবহার করার পর তা সবসময় খাপের মধ্যে রাখার চেষ্টা করুন। যেখানে সেখানে চশমা রাখবেন না।
210
চশমা বাছার সময় সর্তক থাকুন। রোজ ব্যবহারের চশমা যেন ভারি না হয়। সেদিকে খেয়াল রাখুন।
310
নিজের লুকের সঙ্গে ম্যাচ করে চশমা কিনুন।
410
একটানা চশমা পরতে পরতে নাকের দুপাশে কালচে বাদামী রঙের দাগ পড়ে যায়। যা দেখতে খুবই খারাপ লাগে। কিন্তু দীর্ঘদিন ধরে এই চশমা ব্যবহার করতে করতে এই দাগও বসে যায়। অ্যালোভেরার রস নাকের দাগযুক্ত জায়গায় লাগিয়ে আধঘন্টার জন্য ম্যাসাজ করে নিন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত একবার কর করলে এই দাগ উঠে যাবে।
510
প্রতিদিন একবার করে চশমা পরিস্কার কিন্তু মাস্ট। হালকা গরম জল বা চশমার পরিস্কার করার লিক্যুইড দিয়ে চশমা পরিস্কার করুন।
610
অন্ধকারে ব্যাগের মধ্যে চশমা রাখলে তা অনেকসময়েই খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে চশমার খাপের উপর মার্কার দিয়ে রাখুন। অন্ধকারে যা সহজেই চোখে পড়বে।
710
প্রতিদিন একবার করে চশমা পরিস্কার কিন্তু মাস্ট। হালকা গরম জল বা চশমার পরিস্কার করার লিক্যুইড দিয়ে চশমা পরিস্কার করুন।
810
হার্ড কোনও সাবান দিয়ে চশমা পরিস্কার করবেন না। চশমা মোছার সময় নরম কাপড় দিয়ে মুছুন।
910
যাদের চোখের সমস্যা রয়েছে তারা সানগ্লাস ব্যবহার করলেও পাওয়ার দিয়ে ব্যবহার করবেন। এতে চোখ ভাল থাকবে।
1010
অন্ধকার ঘরে চোখে চশমা না দিয়ে মোবাইল ব্যবহার করবেন না কখনওই।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos