লকডাউনে আকাশছোঁয়া ইলেক্ট্রিক বিল, জেনে নিন সাশ্রয়ের সহজ উপায়

Published : Jul 09, 2020, 03:25 PM IST

লকডাইনে ঘরবন্দি বেশিরভাগ মানুষ। বাড়ি থেকেই চলছে সারাদিন অফিসের কাজ। পরিবারের সকলে এই সময়ে বাড়িতে থাকার ফলে সারাদিনই বিদ্যুৎ খরচ হচ্ছে। মাসের শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকেরই মাথায় হাত। কয়েকটি সহজ উপায় মাথায় রাখলেই সেই বিদ্যুৎ বিলে রাশ টানা যায়। চোখ বোলানো যাক সেই দাওয়াইয়‌ে।

PREV
17
লকডাউনে আকাশছোঁয়া ইলেক্ট্রিক বিল, জেনে নিন সাশ্রয়ের সহজ উপায়

বাড়িতে অহেতুক লাইট পাখা চালানো বন্ধ করতেই হবে। যে ঘরে কেউ নেই সেই ঘরে আলো-পাখা যাতে বন্ধ থাকে সেই দিকে নজর রাখতে হবে। অহেতুক অপচয় রোধ করলেই খরচ অনেকটা আটকানো যাবে। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই সমস্ত সুইচ বন্ধ করবেন।

27

ঘরে প্রাকৃতিক আলো-বাতাস ঢোকার ব্যবস্থা থাকলে দিনের বেশিরভাগ সময়টা সেই আলোতেই ভরসা রাখুন। যেমন সকালের থেকে দুপুর পর্যন্ত আলো না জ্বালানোর চেষ্টা করুন। বিকেলে দক্ষিণের হাওয়া ঘরে ঢোকার ব্যবস্থা থাকলে কিছুটা সময় বন্ধ রাখতে পারেন ফ্যান বা এসি।

37

অপ্রয়জনে ফ্রিজ চালাবেন না। মাসে একদিন ফ্রিজ খালি করে পরিষ্কার করুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।

47

কিছুটা সময় এসি চালিয়ে ঘর ঠাণ্ডা করে নিয়ে এসি বন্ধ করে দিয়ে ফ্যান অন করে নিন। দিন-রাত এসি চললে বিদ্যুৎ বিল বাড়বেই।

57

কম্পিউটার কাজ হয়ে গেলে অন্তত মনিটারটি অফ রাখুন, এতে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন।

67

বাড়িতে অবশ্যই এলইডি আলো লাগান, এতে বিদ্যুতের সাশ্রয় হয়।

77

ব্যাটারি চার্জার যেমন- ল্যাপটপ, সেল ফোন এবং ডিজিটাল ক্যামেরা ইত্যাদি চার্জ দেওয়া হয়ে গেলে খুলে রাখুন। প্লাগ ইন করে রাখলে শক্তি গ্রহন করতে থাকে এই চার্জারগুলিতে এতে বিদ্যুৎ খরচ হয়।

click me!

Recommended Stories