আসলে বয়ঃসন্ধির সময় কিছু হরমোনাল পরিবর্তন ঘটে। এই সময় অ্যান্ড্রোজেন নামক হরমোনের পরিবর্তন হয়। এই হরমোন বিশেষ কিছু গ্রন্থি ওপর কাজ করে। যা মুখ, পিঠ ও বুকে থাকে। সে কারণে শরীরের এই তিন অংশ ব্রণ বের হয়। এই হরমোন যখন গ্রন্থির ওপর প্রভাব সৃষ্টি করে তখন গ্রন্থিগুলো ফুলে যায়। গ্রন্থি থেকে বের হয় তৈলাক্ত পদার্থ।