লকডাউন শুরু হওয়ার পর থেকেই ওয়ার্ক ফ্রম হোম চলছে। কাজের চাপ অনেকেরই বেড়ে দ্বিগুন হয়েছে। আর দীর্ঘক্ষণ একটানা কাজ করতে গিয়ে চশমা হয়েছে অনেকেরই। একটানা চশমা ব্যবহার করলে চোখের পাশে দাগ হবার সম্ভাবনা বেশি থাকে। যদিও এই বিষয়ে আমরা অনেকেই মাথা ঘামাই না। তবে এই দাগ কিন্তু সৌন্দর্য হানি করে। যেমন চশমা খুললেই মুখে ফুটে উঠছে কালো দাগ। কীভাবে দূর করা যায় চোখের এই কালো দাগ, রইল দাগ ওঠানোর ঘরোয়া অব্যর্থ টোটকা।