বর্ষার মরশুমে শ্যাম্পু করার সময় বিশেষ টোটকা মেনে চলুন। বারে বার শ্যাম্পু নয়। আমরা অনেকেই এই ভুল করে থাকি। বারে বারে শ্যাম্পু দেবেন না। এতে চুল শুষ্ক হয়ে যায়। সঙ্গে চুল পড়া বাড়ে। তাই যতটা প্রয়োজন, ততটা শ্যাম্পু দিন। তা না হলে চুলের মারাত্মক ক্ষতি হবে।