বিয়ের অনুষ্ঠানে নতুনত্ব ল্যাহেঙ্গার ডিজাইনের খোঁজ, রইল মণীশ মালহোত্রা কালেকশন

বিয়ের কোনের সাজ তো না হয় হল, কিন্তু সেই আসরেই নিজের দিকে স্পটলাইট ধরে রাখতে হালকা লুকে জমকালো ল্যাহেঙ্গার খোঁজ করছেন! বলিউড স্টারেদের সাজিয়ে তোলেন যে ডিজাইনার, সেই মণীশ মালহোত্রার কালেকশনে একবার চোখ রাখুন।

Jayita Chandra | Published : Feb 29, 2020 9:31 AM IST
110
বিয়ের অনুষ্ঠানে নতুনত্ব ল্যাহেঙ্গার ডিজাইনের খোঁজ, রইল মণীশ মালহোত্রা কালেকশন
বিয়ের বাড়ি মানেই সকলের নজর থাকে কনের দিকে। তারই মাঝে হালকা লুকে নিজেকে সকলের সামনে তুলে ধরতে নতুন ডিজাইনের ল্যাহেঙ্গার খোঁজ করছেন, রইল বেশ কিছু কালেকশন।
210
বিশেষ কারুর বিয়েতে খুব জমকালো লাহেঙ্গা না পরে হালকা রঙ বেছেনিন। তাতে সহজেই নজর কাড়া যায়।
310
সম্প্রতি বেশ কিছু হালকা রঙের শেডের লাহেঙ্গা বেছে নিতে দেখা যাচ্ছে বলিউড তারকাদের।
410
রেড কার্পেট হক কিংবা ফ্যাশন শো, ডিজাইন হওয়া চাই ইউনিক।
510
লাহেঙ্গার সঙ্গে হালকা হয়না, কম মেকআপ রিশেপশনের জন্য যথেষ্ট।
610
ডিজাইন পছন্দের সময় দেখে নিতে হবে কোন ধরনের পোশাকে আপনি সাচ্ছন্দ।
710
চুলের স্টাইলেও সাধারণ লুক বজায় রাখতে হবে। পোশাকের আদ্যপান্তে থাকা নয়া লুকের ডিজাইনই হোক ইউএসপি।
810
তবে বিয়ে হোক বা রিশেপসন পোশাকের রঙ নিয়ে সচেতন হওয়া উচিত।
910
মেটিরিয়াল কিনেও বানিয়ে নিতে পারেন পছন্দসই ডিজাইনের লাহেঙ্গা।
1010
হাল ফ্যাশনের লাহেঙ্গা ডিজাইন করে এখন ফ্যাশন ট্রেন্ডে সেরা মণীশ মালহোত্রা।
Share this Photo Gallery
click me!

Latest Videos