চুলের যত্নে ভেষজ উপাদানের ব্যবহারের চল বহু পুরনো। তেমনই ঘরোয়া টোটাকার ব্যবহার করেন অনেকে। চুলেয় যত্ন নিতে ডিম ও দুই দিয়ে প্যাক অনেকে। কেউ ব্যবহার করেন পাতিলেবুর প্যাক। আবার কেউ কেউ লাগান পেঁয়াজের প্যাক। তেমনই কেউ লাগান কেশুতি পাতা তো কেউ ব্যবহার করেন নিমপাতার মতো ভেষজ উপাদান। খুশকি, অকাল পক্কতা, চুল পড়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে সকলেই নানান পদ্ধতি অনুসরণ করে থাকেন। আবার অনেকে কেনেন বাজার প্রোডাক্ট। কেউ করান পার্লার ট্রিটমেন্ট। এবার ব্যবহার করুন Overnight Hair Mask। চুল পড়ার বন্ধ করতে, চুলের বৃদ্ধি ঘটাতে কিংবা এমন প্যাকের গুরুত্ব বিস্তর। জেনে নিন কেন ব্যবহার করবেন Overnight Hair Mask। আর বানাবেনই বা কী করা।