প্রতিমাসের বাজেটে বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয় সিগারেট খাওয়ার জন্য। ছেলে-মেয়ে নির্বিশেষে আজ চেইন স্মোকার। তামাক হৃৎপিন্ড, ফুসফুস ও লিভারকে আক্রান্ত করে তা সকলেরই জানা। এমনকী, এই নেশা থেকে ক্যান্সারের মতো মারণ রোগ শরীরে বাসা বাঁধতে পারে, তা জেনেও সিগারেট খাচ্ছে সকলেই।