অনেকেই ত্বকের যত্ন করতে গিয়ে, চুলকে অবহেলা করেন। এতে চুলে তৈরি হয় বিভিন্ন সমস্যা। যেমন খুশকি, চুল ঝরে যাওয়া, চুলের ডগা ফেটে যাওয়া ইত্যাদি। জানলে অবাক হবেন , আপনার চুলের যাবতীয় সমস্যার প্রায় ৯০ শতাংশ সমাধান হলো পেঁয়াজ। পেঁয়াজে প্রচুর পরিমাণে জীবাণু নাশক উপাদান রয়েছে। পোকা-মাকড় কামড়ালে আমরা অনেক সময় পেঁয়াজের রস ব্যবহার করে থাকি। পেঁয়াজের এই গুণটাই চুলের অনেক সমস্যার নির্ভরযোগ্য সমাধান। চলুন জেনে নেওয়া যাক চুলের যত্নে পেঁয়াজ ব্যাবহারের কিছু নিয়ম।