Published : Aug 24, 2022, 06:39 PM ISTUpdated : Aug 24, 2022, 07:10 PM IST
শাড়িতেই শোভা পায় বঙ্গনারী।উৎসবের শহর কলকাতা, টেক্সটাইল বিশেষ করে শাড়ির সমৃদ্ধ স্বাদের জন্য বিখ্যাত। বাঙালিরা শাড়ি পরতে পছন্দ করে এবং তাই, আপনি কলকাতাকে ঐশ্বরিক শাড়ি এবং অগণিত শরীর দোকানের দেশ হিসাবে ভাবতেই পারেন অংকিয়াসে। দুর্ভাগ্যবশত, কখনও কখনও অনেক শাড়ির দোকান আপনাকে কনফিউসড করে দিতে পারে,শাড়ি প্রেমী অধিকাংশ মানুষই কলকাতাতে শাড়ি শপিং করেন এবং পরম তৃপ্তির সঙ্গে শাড়ি কেনাকাটা করেন।সামনেই দুর্গা পূজো তাই পুজোর শপিং শুরু করার আগেই কলকাতার সেরা ১৫ টি শাড়ির দোকান চিনে নিন, যেখানে রয়েছে মনমুগ্ধকর কালেকশন এবং তার সঙ্গে যুক্তিসঙ্গত প্রাইস চার্ট।
প্রসিদ্ধ শাড়ির দোকান হিসেবে পরিচিত। গাদোয়াল, বেনারসি, ঢাকাই জামদানি থেকে শুরু করে গরদ, মধুবনি, পিওর কাতান, হ্যান্ডলুম আরও কত রকমের শাড়ি পাবেন এখানে, না আসলে মিস করবেন।
ঠিকানা: ৫৭/১, কলেজ স্ট্রিট বাটা, কলেজ রো, কলেজ স্কোয়ার, কলকাতা ৭০০০৭৩
মুর্শিদাবাদ সিল্ক শাড়ি হলো এখানকার স্পেশালিটি। আপনি একবার এই দোকানে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করবেনা, এত সুন্দর শাড়ি কালেকশন এখানে।
ঠিকানা: এস পি মুখার্জি রোড, ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনের বিপরীতে, দম দম কলকাতা-৭০০০২
515
বাংলার শাড়ি ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও বহু পরিচিত নাম, এখানে কি নেই? বেনারসি, বালুচরি, জামদানি, সিল্ক, কাতান, হ্যান্ডলুম, তসর, গরদ, জারদৌসি, তাঁত সব পাবেন এখানে।
ঠিকানা: ৭৯/২ মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট জংশন, কলকাতা ৭০০০০৯
615
এখানে সব ধরনের ভালো ভালো শাড়ি পাবেন, একবার ঘুরে আসতেই পারেন বেনারসি নিকতন থেকে, রয়েছে মনমুগ্ধকর কালেকশন এবং তার সঙ্গে যুক্তিসঙ্গত প্রাইস চার্ট
শাড়িতেই শোভা পায় বঙ্গনারী, যুগউপযোগী অত্যাধুনিক সমস্ত শাড়ির সম্ভার রয়েছে এখানে। অবশ্যই ঘুরে আসুন একবার এখন থেকে।
ঠিকানা: ১ ফ্লোর, রাসবিহারী এভিনিউ, বাসন্তী দেবী কলেজ, ডোভার টেরেস, গরিয়াহাট কলকাতা-৭০০০২৯
915
সিল্ক শরীর জন্য প্রসিদ্ধ ট্রেডার্স এসেম্বলি, সিল্ক এমন একটি শাড়ি যা কখনোই আউট অফ ট্রেবদ হয়না, সুতরাং সিল্ক শাড়ি কিনতে চাইলে এখানে থেকে অবশ্যই ঘুরে আসুন।
বাঙালিরা শাড়ি পরতে পছন্দ করে এবং তাই, আপনি কলকাতাকে ঐশ্বরিক শাড়ি এবং অগণিত শরীর দোকানের দেশ হিসাবে ভাবতেই পারেন তাঁত ও হ্যান্ডলুম শাড়ির হরেক রকমের সম্ভার পাবেন এখানে এবং সেটিও অপেক্ষাকৃত কম দামে।
ঠিকানা: বিধান নগর সেক্টর ১, কলকাতা-৬৪
1115
ব্রাইডাল এবং পার্টি ওয়্যার শাড়ির অত্যাধুনিক কালেকশন এখানে পেয়ে যাবেন।