সুস্বাস্থ্য বজা রাখতে নিয়মিত সবজি খাওয়া জরুরি। বিভিন্ন সবজিতে থাকে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল-সহ একাধিক খনিজ উপাদান। যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তেমনই শরীরের একাধিক ঘাটতি পূরণ করে। এমন কিছু সবজি আছে যার খোসাতেও রয়েছে একাধিক উপকারী উপাদান। তেমনই কোনও কোনও সবজির বীজ খাওয়াও ভালো। এমনই একটি সবজি হল কুমড়ো। কুমড়োর বীজে রয়েছে একাধিক পুষ্টিগুণ। যা শরীরের একাধিক ঘাটতি পূরণ করে। আজ তথ্য রইল কুমড়ো বীজের তেল প্রসঙ্গে। কুমড়ো বীজের তেল বিশ্বের সব থেকে ব্যয় বহুল ভেষজ তেলগুলোর মধ্যে একটি। এই শরীর সুস্থ রাখার সঙ্গে ত্বক ও চুলের জন্য উপকারী। রইল কুমড়ো বীজের তেলের গুণের খোঁজ।