রাত পোহালেই রাখি উৎসব। ভাইয়ের হাতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু কামনা করবেন সকল বোনেরা। রাখির এই সুতো যেন আরও মজবুত করে তোলে ভাই বোনের সম্পর্ক। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি উৎসব। এ বছর তিথি অনুসারে ১১ অগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা। ভাই-বোনের ভালোবাসার প্রতীক হল এই বিশেষ উৎসব। প্রতি বছর রাখির সঙ্গে ভাই বোন উভয় উভয়কে উপহার দিয়ে থাকে। সঙ্গে মিষ্টি মুখ তো আছেই। এবছর রাখী উৎসব পালন করুন একেবারে অন্য ভাবে। বিশেষ প্ল্যানিং, উপহার তো আছেই তার আগে বিশেষ নজর দিন রাখির ডিজাইনের ওপর। জেনে নিন কেমন ডিজাইন কিনতে পারেন।