কিনতে পারে ডিজাইনার রাখি। সব সময়ই ক্রেতাদের পছন্দের তালিকায় স্থান পায় ডিজাইনার রাখি। ময়ূর, ফুল পাখি, পাতা কিংবা অন্য কোনও নকশা থাকে রাখির ঠিক মাঝের অংশে। বাকি দু দিকের ব্যান্ডে থাকে হালকা ডিজাইন। অধিকংশ ক্ষেত্রে মাঝের ডিজাইনটি মেটাল কিংবা কোনও ধাতুর তৈরি হয়ে থাকে। এগুলো দেখতে খুবই আকর্ষণীয় হয়।