Republic Day 2022 Wish: প্রজাতন্ত্র দিবসে সেরা ১০টি শুভেচ্ছা বার্তা, শেয়ার করুন প্রিয় জনের সঙ্গে

Published : Jan 25, 2022, 12:33 PM ISTUpdated : Jan 26, 2022, 08:51 AM IST

প্রজাতন্ত্র দিবস প্রতিটি ভারতবাসীর কাছে একটা গর্বের দিন। আর এমন একটা দিনে দেশ পুরোপুরি মেতে থাকে তা পালনে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি এই দিনে সংবিধানকে অর্পণ করা হয়েছিল। ফি বছর তাই এই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে একটা বিশেষ দিন। যে দিন ভারত বিশ্বের কাছে একটি সাধারণতন্ত্র দিবস হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এমন এক দিনে প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এমন কিছু শুভেচ্ছা বার্তা যা একজন ভারতীয় হিসাবে আপনাকে অনুপ্রাণিত ও গর্বিত করবে।   

PREV
110
Republic Day 2022 Wish: প্রজাতন্ত্র দিবসে সেরা ১০টি শুভেচ্ছা বার্তা, শেয়ার করুন প্রিয় জনের সঙ্গে

আমরা আমাদের মাতৃভূমির কাছে অঙ্গীকার করি যে আমরা একে সমস্ত সমস্যা থেকে মুক্ত করতে যা যা করা যায় তা করব। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২২

210

Republic Day 2022আমাদের স্বাধীনতা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মাধ্যমে আমরা তা ফিরে পেয়েছি। আসুন আমরা সব সময় আমাদের স্বাধীনতার সঠিক মান রাখি। শুভ প্রজাতন্ত্র দিবস

310

আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের এই স্বাধীনতা এনেছেন, এখন দেশের স্বাধীনতা রক্ষার পালা। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২২

410

মনের মধ্যে স্বাধীনতা, কথায় শক্তি, রক্তে মোদের বিশুদ্ধতা, আত্মায় আমাদের গর্ব, হৃদয়ে মোদের উদ্যম, আমরা ভারতীয়, আসুন প্রজাতন্ত্র দিবসে আমাদের মাতৃভূমিকে অভিবাদন জানাই। শুভ প্রজাতন্ত্র দিবস 

510

এই বিশেষ দিনে, আসুন আমরা আমাদের মাতৃভূমিকে প্রতিশ্রুতি দিই যে, আমরা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এবং আমাদের সম্পদকে সমৃদ্ধ ও সংরক্ষণ করার জন্য সব কিছু করব। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২২

610

আসুন আমরা অঙ্গীকার করি যে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টাকে বৃথা যেতে দেব না। আমরা আমাদের দেশকে বিশ্বের সেরা করার চেষ্টা করব। শুভ প্রজাতন্ত্র দিবস 

710

দেশের যুবক বা বৃদ্ধ যেই হোন না কেন, আমাদের সবাইকে একত্রিত হতে হবে, পুরো বিশ্বকে দেখাতে যে এই জাতি সূর্যের এক নাম! আপনাকে এবং আপনার প্রিয়জনকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা-

810

স্বাধীনতা কাকে বলে আমরা জানতাম না যদি আমাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ না থাকতো। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা

910

Republic Day এই মহান ভূখণ্ডে যারাই জন্মেছে তাদের একটাই পরিচয়- আমরা সবাই ভারতীয়। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২২

1010

ভারতবর্ষের এমন একটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে এমন দেশের একটি অংশ হতে পেরে গর্বিত হন। শুভ প্রজাতন্ত্র দিবস!

click me!

Recommended Stories