গ্রীষ্মের প্রকট তাপমাত্রাকে বিদায় জানিয়ে বর্ষা ঢুকে পড়েছে রাজ্যে। গরমের অস্বস্তি কাটিয়ে বর্ষা কবে আসবে তার অপেক্ষায় দিনগোনে প্রতিটা মানুষ। তবে সব কিছুরই ভালো ও খারাপ দিক থাকে। বর্ষা মানেই স্যাঁতস্যাঁতে ভাব, রোদের দেখা নেই, আদ্রতা, রাস্তায় জল জমে থাকা। এই সময় নানা রকম ত্বকের সমস্যাও দেখা দেয়। দাদ, অ্যালার্জি, ব্রন, একজিমা, ফুসকুড়ি, ত্বকে র্যাসের মতো নানা সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়া কোন ভাবেই ঠিক নয়। কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যাগুলিকে এড়িয়ে চলা যায়।