খাদ্যতালিকায় রাখুন এই ১০টি খাবার, সপ্তাখানেকের মধ্যে বন্ধ হবে চুল পড়ার সমস্যা

সারা বছরই চুল নিয়ে লেগে আছে নানান সমস্যা। খুশকি, রুক্ষ্ম চুল, ডগা ফাটার সমস্যায় নাজেহাল সকলে। এই সবের মধ্যে আরও একটি সমস্যায় ভুক্তভোগী সকলে। তা হল চুল পড়ার সমস্যা। সারা বছরই চুল পড়ার সমস্যা লেগে থাকে। কখনও শ্যাম্পু করলে চুল পড়তেই থাকে তো কখনও চুলে চিরুনি ঠেকালেই উঠে আসে গোছা গোছা চুল। সব মরশুমেই চলে এই সমস্যা। গরমে ঘামের জন্য চুল পড়ে, শীতে চুল ওঠে খুশকির জন্য। বর্ষায় ঠিক মতো চুল শুকনো হয় না তাই বাড়ে সমস্যা। এবার চুল পড়ার সমস্যা দূর করতে ব্যবহৃত পণ্য নয়, বদল আনুন খাদ্যতালিকায়। জেনে নিন কী কী খাবেন। 

Sayanita Chakraborty | Published : May 20, 2022 10:49 AM IST
110
খাদ্যতালিকায় রাখুন এই ১০টি খাবার, সপ্তাখানেকের মধ্যে বন্ধ হবে চুল পড়ার সমস্যা

গবেষণায় জানা গিয়েছে, যারা রোজ স্বাস্থ্যকর খাবার খান, তাদের চুল পড়ার সমস্যা কম হয়। তাই খেতে পারেন ডিম। রোজ একটি করে ডিম খান। এতে প্রচুক পরিমাণে প্রোটিন, ভিটামিন ও মিনারেল আছে। যা চুলের গোড়া মজবুত করে। চুল পড়া ও চুলের গোড়া চেরার মতো সমস্যা দূর হয়। তাই রোজ ১টি করে ডিম সেদ্ধ খান। 

210

চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে খাদ্যতালিকায় রাখুন ওমেগা ৩ যুক্ত মাছ। এটি ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকুলার সায়েন্স থেকে প্রকাশিত একটি রিপোর্ট বলছে রোগ ওমেগা ৩ যুক্ত মাথ খেলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। সঙ্গে চুলের বৃদ্ধি ঘটবে।       

310

রোজ খাদ্যতালিকায় রাখুন আখরোট। আখরোটে রয়েছে একাধিক উপকারী উপাদান। আছে ভিটামিন বি ১, বি ৬ এবং বি ৯ আছে। সঙ্গে বায়োটিন, ভিটামিন ই, প্রোটিনে পরিপূর্ণ আখরোট। রোজ আখরোট খেলে চুলের গোড়া শক্ত হয়। দূর হবে চুল পড়ার সমস্যা। রোজ মেনে চলুন এই টোটকা। এতে উপকার পাবেন।  

410

চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে রোজ বাদাম খান। ম্যাগনেসিয়াম, প্রোটিন, সেলেনিয়াম থাকে বাদামে। যা নিয়মিত খেলে চুলে পুষ্টির জোগান হয়। চুলের গোড়া শক্ত হয়। চুল পড়া, চেরা চুল এমনকী মাথার ত্বকের সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। রোজ এক মুঠো করে বাদাম খান। মাত্র কয়েক সপ্তাহেই পরিবর্তন লক্ষ্য করবেন। 

510

চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে খেতে পারেন পালং শাক। এই শাকে রয়েছে একাধিক পুষ্টিগুণ। যা চুলে পুষ্টি জোগায়। সঙ্গে চুল পড়ার সমস্যা বন্ধ হবে। ফসফরাস ও ফলিক অ্যাসিড পরিপূর্ণ পালং শাক। সঙ্গে এতে থাকে ক্যালসিয়াম। যা শরীর সুস্থ রাখতেও সাহায্য করে। রোজ খেতে পারেন পালং শাক। 

610

খাদ্যতালিকায় রাখুন একটি করে কলা। চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে কলা উপকারী। রোজ একটি করে ফল খান। এতে চুল পড়ার সমস্যা যেমন দূর হবে তেমনই শরীর সুস্থ থাকবে। কলাতে থাকে ভিটামিন এ, কে সি ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম। যা চুলে পুষ্টি জোগায়। রোজ একটি করে কলা খান। চুল ভালো থাকবে সঙ্গে শরীর থাকবে সুস্থ। 

710

খেতে পারেন কমলালেবু। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ম্যাগনেসিয়াম, ফাইবার। এই ফলের রস চুলের জন্য বেশ উপকারী। চুলের বৃদ্ধির জন্য খেতে পারেন কমলালেবু। এই ফল চুলের পুষ্টির সঙ্গে শরীর সুস্থ রাখে। শীতের মরশুমে নিয়ম করে খেতে পারেন কমলালেবুর জুস। 

810

দই খেতে পান রোগ। এতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া। রোজ ১ বাটি করে দই খান। এতে চুল ভালো থাকবে। বন্ধ হবে চুল পড়ার সমস্যা। খাওয়ার সঙ্গে মাখতেও পারেন দই। এতে চুল নরম হবে। নিয়মিত দই দিয়ে প্যাক বানাতে পারেন। এতে সৌন্দর্য বৃদ্ধি হবে সঙ্গে শরীর সুস্থ থাকবে। 

910

খেতে পারেন গাজর। এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি। থাকে ক্যারোটিয়েড ও পটাসিয়াম। রোজ গাজর সেদ্ধ করে খান। অথবা গাজরের জুস বানিয়ে খান। এতে চুল পড়ার সমস্যা দূর হবে। সঙ্গে সুস্বাস্থ্য বজায় থাকবে। গাজরে থাকা একাধিক উপকারী উপাদান চুল ভালো রাখে সঙ্গে ত্বকে পুষ্টি জোগায়। এমনকী, শরীর সুস্থ থাকে এই সবজির গুণে। 

1010

খুশকি, রুক্ষ্ম চুল, ডগা ফাটার সমস্যায় নাজেহাল সকলে। এই সবের মধ্যে আরও একটি সমস্যায় ভুক্তভোগী সকলে। তা হল চুল পড়ার সমস্যা। সারা বছরই চুল পড়ার সমস্যা লেগে থাকে। সমস্যা থেকে মুক্তি পেতে নিত্য নতুন প্রোডাক্ট না ব্যবহার করে খাদ্যতালিকায় বদল আনুন। খেতে পারেন ক্যাপসিকাম। এতে বন্ধ হবে চুল পড়ার সমস্যা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos