সারা বছরই চুল নিয়ে লেগে আছে নানান সমস্যা। খুশকি, রুক্ষ্ম চুল, ডগা ফাটার সমস্যায় নাজেহাল সকলে। এই সবের মধ্যে আরও একটি সমস্যায় ভুক্তভোগী সকলে। তা হল চুল পড়ার সমস্যা। সারা বছরই চুল পড়ার সমস্যা লেগে থাকে। কখনও শ্যাম্পু করলে চুল পড়তেই থাকে তো কখনও চুলে চিরুনি ঠেকালেই উঠে আসে গোছা গোছা চুল। সব মরশুমেই চলে এই সমস্যা। গরমে ঘামের জন্য চুল পড়ে, শীতে চুল ওঠে খুশকির জন্য। বর্ষায় ঠিক মতো চুল শুকনো হয় না তাই বাড়ে সমস্যা। এবার চুল পড়ার সমস্যা দূর করতে ব্যবহৃত পণ্য নয়, বদল আনুন খাদ্যতালিকায়। জেনে নিন কী কী খাবেন।