কফি ও মধু দিয়ে বানাতে পারেন প্যাক। একটি পাত্রে মধু ও কফি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে লাগান। ২০ মিনিট পর ভালো করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ দিন এই প্যাক লাগান। চুস নরম হবে এই প্যাকের গুণে। তেমনই দূর হবে ডগা চেরা, রুক্ষ্ম ভাব। তেমনই বন্ধ হবে চুল পড়ার সমস্যা।