ঘরোয়া টোটকা মেনে ত্বকের যত্ন নেওয়ার চল বহু যুগের। ত্বকের যাবতীয় সমস্যা দূর করা সম্ভব ঘরোয়া উপায়। কিন্তু, জানতে হবে সঠিক ব্যবহার। আজ বিশেষ টিপস রইল কফি নিয়ে। কফি দিয়ে স্ক্রাবার কিংবা ফেসপ্যাক তৈরি করেন অনেকে। এতে ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়। এবার ত্বকের সঙ্গে চুলের যত্নে ব্যবহার করুন কফি। আজ রইল কফি দিয়ে তৈরি হেয়ার মাস্কের হদিশ। জেনে নিন চুলের যত্নে কীভাবে কফি ব্যবহার করবেন। রইল কফি দিয়ে তৈরি হেয়ার মাস্ক নিয়ে বিশেষ টোটকা। এক ঝলকে দেখে নিন কীভাবে বানাবেন এই সকল হেয়ার প্যাক।