লাগাতে পারেন পেঁয়াজের রস। এতে ভিটামিন, সালফার ও মিনারেল আছে। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। একটি পেঁয়াজ কেটে নিন। তার রস বের করে নিতে হবে। এবার তুলোয় করে সেই রস ভ্রু-তে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। নিয়মিত লাগাতে পারেন পেঁয়াজের রস। এতে উপকার পাবেন। অল্প দিনেই ভ্রু ঘন হবে।