দই ও কারিপাতা দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ৪ থেকে ৫ চা চামচ দই নিন। তা ভালো করে ফেটিয়ে নিন। অন্য দিকে কারিপাতা বেটে নিন। দইয়ের সঙ্গে কারিপাতা বাটা মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি চুলের স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।এতে চুল পড়ার সমস্যা দূর হবে। তেমনই চুল নরম হবে।