সকাল থেকে ফেসবুক, টুইটার কিংবা ইন্সটাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বাবার সঙ্গে ছবি পোস্ট করতে ব্যস্ত সকলে। কেউ কেউ আবার সারপ্রাইজ পরিকল্পনা করছেন আজকের জন্য। কারণ, আজ দিনটি বাবার দিন। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় পিতৃ দিবস বা ফাদার্স ডে। এবছর ১৯ জুন অর্থাৎ আজ পালিত হচ্ছে পিতৃদিবস। বিশ্বের প্রায় ৮৭টি দেশে পালিত হয় এই দিনটি। আজ জেনে নিন কেন পালিত হয় ফাদার্স ডে। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পিতৃ দিবস হিসেবে উদযাপনের সূচনা হয়েছিল মার্কন মুলুকে। এর নেপথ্যে রয়েছে একাধিক গল্প।