বিশ্বের সব থেকে বিষোধর সাপ, যার এক ফোঁটা বিষে মরতে পারে কয়েক হাজার মানুষ

সাপ, শব্দটা শুনেই বহুমানুষের গা শিউরে ওঠে। সাপ মানেই, ভয়, সাপ মানেই বিষ। তবে সব ক্ষেত্রে নয়। বেশ কিছু সাপ রয়েছে যাদের কামড়ে নেই মৃত্যু ভয়। আবার অনেক সাপের কামড়ে হয় সাময়িক ক্ষতি। তবে বিশ্বে এমন কিছু সাপ রয়েছে যাদের কামড়ে নিমিশের মধ্যে মৃত্যু গ্রাস করতে পারে। আজ তেমনই এক সাপের বিবরণ রইল, যা বিশ্বের সবচেয়ে ভয়ানক বিষোধর। 

Jayita Chandra | Published : Feb 9, 2021 7:20 AM IST / Updated: Feb 09 2021, 12:53 PM IST

18
বিশ্বের সব থেকে বিষোধর সাপ, যার এক ফোঁটা বিষে মরতে পারে কয়েক হাজার মানুষ

গোটা পৃথিবীতে ২৫০০ প্রজাতীর সাপ রয়েছে। যার মধ্যে মাত্র ৫০০ প্রজাতীর সাপেই মেলে বিষ। কিছু কিছু সাপ আবার সব জায়গায় থাকতেও পারে না। 

28

ভারতে সেই সংখ্যাটা ৫০০। ভারতে কেবল ৫০০ প্রজাতীর সাপ দেখা যায়। তার মধ্যে মাত্র ১০ প্রজাতীর সাপ বিষোধর। 

38

যার ফলে বোঝাই যায় ভারতের সাপেরা খুব একটা ভয়ানক নয়, কয়েকটা ছাড়া। তবে বিশ্বের সব থেকে ভয়ানক সাপকে চিনে রাখা প্রয়োজন। 

48

যাদের মাত্র এক মিলিগ্রাম বিষেই মরে যেতে পারে এক হাজার মানুষ। এই সাপে নাম ব্লেচর সি স্নেক। এটা সমুদ্রে পাওয়া যায়।

58

এই প্রজাতীর সাপ কেবল পাওয়া যায় পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়াতে। জলেই এরা বেশি থাকে, বিচে খুব কম দেখা যায়।

68

এই সাপের কামড় মানেই মৃত্যু। বেশিরভাগ ক্ষেত্রে জলেই এরা ক্ষতি করে থাকে। মাছুরেদের এদের কামড়ে মৃত্যু হয় বেশি। 

78

যদি স্থলভাগে বিষোধর সাপ নিয়ে কথা বলতে হয়, তবে সব থেকে বেশি বিষ রয়েছে তাইপনের। এর এক মিলিগ্রাম বিষে মরতে পারে একশো মানুষ। 

88

এই নিয়ে বর্তমানে পুলিশি জেরার মুখে সানি। যদিও প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী। তবে বলিউডে এমন ঘটনা নতুন নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos