Published : Feb 08, 2021, 03:29 PM ISTUpdated : Feb 08, 2021, 04:21 PM IST
৭ ফেব্রুয়ারি, গোলাপ দিবস। এবারই একে একে দিন গোনার পালা শুরু। ঠিক সাত দিনের মাথায় ভ্যালেন্টাইন ডে। প্রিয়জন বা কাছের মানুষের হাতে এটি গোলাপ তুলে দেওয়ার দিন। তাই এই বিশেষ দিনে জেনে নিন কোন গোলাপের রঙের মানে কি!