চিকেন, মটন, এগ, পনির রোল-তো সারা বছরই অনেকেই খান। কিন্তু পুজোর সময়ও এই রোল থেকে মুখ ফিরিয়ে নেন ন বাঙালি। আর কলকাতায় আসা দর্শনার্থী বা পর্যটকরা এই সময় এসে রোলে কামড় দেবে না - তা কি হয়? নানা রকম রোল বিক্রি হয় কলকাতার রাস্তা। যা স্বাদের পাশাপাশি পেট ভরাতে ওস্তাদ।