দুর্গা পুজোর কলকাতা অন্যান্য সময়ের থেকে সম্পূর্ণ আলাদা। কলকাতা এমনিতেই সংস্কৃতি আর পর্যটনের জন্য পরিচিত। পুজোর সময়ও পর্যটন একটা বড় দিক কলকাতা। শুধু যে বাংলার বাসিন্দারাই ঠাকুর দেখার জন্য কলকাতা আসেন এমনটা নয়। এই সময় দূরদূরান্ত থেকে অনেক পর্যটকই আসেন কলকাতা। আর পুজোর কলকাতায় দেবী দুর্গা, দুর্গা মণ্ডপের পাশাপাশি অন্যতম আকর্ষণ হল রাস্তার খাবার। যা স্ট্রিট ফুড হিসেবে জানে কলকাতাবাসী। পাপড়িচাট, আলুর দম, ফুচকার পাশাপাশি জিলিপি, মিষ্টি দই-ও একটা বিশেষ জায়গা করে নিয়েছে। চলুন দেখেনি পুজোর কলকাতায় কোন স্ট্রিটফুড বাজার মাৎ করল।