জেনে নিন শিক্ষক দিবসের অবশ্য স্মরণীয় কিছু উক্তি, যা বদলে দিতে পারে আপনার চিন্তাভাবনার পথ

“প্রকৃত শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের নিজেদের জন্য চিন্তা করতে সাহায্য করেন”, বলেছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। তিনি ছাড়াও কয়েকজন বিশ্ববরেণ্য ব্যক্তির কিছু স্মরণীয় উক্তি দিয়ে শুরু হোক শিক্ষক দিবসের সকাল।

Sahely Sen | Published : Sep 5, 2022 5:07 AM IST

৫ই সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ছিলেন একজন দার্শনিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং লেখক। বিংশ শতাব্দীতে দর্শন তত্ত্বের এই মহান পণ্ডিত বলেছিলেন, “৫ই সেপ্টেম্বর আমার জন্ম দিবস পালন না করে শিক্ষক দিবস হিসাবে পালন করলে আমি অধিক সম্মানিত বোধ করব।” তাঁর জন্মদিবস উপলক্ষ্যে সারা বিশ্ব জুড়ে পালিত হয় শিক্ষক দিবস।

শুধু  সর্বপল্লী রাধাকৃষ্ণণ নন, আমাদের প্রত্যেকের জীবন জুড়ে জড়িয়ে আছেন হাজার হাজার শিক্ষক, যাঁরা কেবল পুঁথিগত শিক্ষাই নয়, আমাদের জীবনের প্রতিটি পদে মেরুদণ্ড সোজা রাখার সাহস ও উদ্যম জোগান। এমন কয়েকজন বিশ্ববরেণ্য শিক্ষকের কিছু স্মরণীয় উক্তি দিয়ে শুরু হোক শিক্ষক দিবসের সকাল। 

“তিন জনই পারেন একটি দেশকে বদলাতে। তাঁরা হলেন বাবা, মা ও শিক্ষক”, বলেছিলেন এ.পি.জে.আবদুল কালাম। 

”সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকের সর্বপ্রধান শিল্প”, বলেছেন আলবার্ট আইনস্টাইন। 

“একজন শিক্ষার্থীর মা হলেন তার প্রথম শিক্ষক, আর একজন শিক্ষক হচ্ছেন তার দ্বিতীয় মা।”, ”আমি বরাবরই অনুভব করেছি যে শিক্ষার্থীর জন্য সত্য পাঠ্যপুস্তকই তাঁর শিক্ষক”, বলেছেন জাতির জনক মহাত্মা গান্ধী।

“শিক্ষক হলেন পরিচালক ও নির্দেশক। তিনি নৌকাটি চালিয়ে যান, কিন্তু চালিকাশক্তির উৎস হল শিক্ষার্থী”, বলেছেন জন ডিউই।

“মাঝারি মানের শিক্ষক বলেন। ভালো শিক্ষক বুঝিয়ে দেন। শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন”, বলেছেন উইলয়াম আর্থার ওয়ার্ড। 

“একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।”,  “একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত – করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি”, বলেছেন এ. পি. জে. আবদুল কালাম।

“শিক্ষার্থীদের মধ্যে থেকে কীভাবে তাদের সেরাটা বের করে আনতে হয়, ভালো শিক্ষকরা তা জানেন”, বলেছেন চার্লস কুরাল্ট।

”যে শিক্ষক প্রকৃতপক্ষে জ্ঞানী তিনি আপনাকে তার জ্ঞানের ঘরে প্রবেশ করার জন্য অনুরোধ করেন না, বরং আপনাকে আপনার মনের দ্বারপ্রান্তে নিয়ে যাবেন”, খলিল জিবরান।

“যদি তুমি জীবনে সাফল্য অর্জন করে থাকো, তাহলে মনে রাখবে, তোমার পাশে একজন শিক্ষক ছিলেন যিনি তোমাকে সাহায্য করেছিলেন”, বারাক ওবামা।

”আমাদের মনে রাখতে হবে, একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে”, মালালা ইউসুফজাই।

“প্রকৃত শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের নিজেদের জন্য চিন্তা করতে সাহায্য করেন”, বলেছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।


আরও পড়ুন-
গোলাপি পোশাকের সাথে মুখ জুড়ে গোলাপি আভা, আলিয়ার দীপ্তির কাছে কি ফিকে হয়ে পড়ছেন হবু বাবা রণবীর?
বঙ্গে চিটফান্ড সংস্থায় ফের জড়াল শাসকদলের নাম, বর্ধমানে সিবিআইয়ের নজরে তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়
দুর্গাপুজোর আগেই ফিরবে কলকাতার খারাপ রাস্তার হাল, মেরামতি পর্যবেক্ষণে স্বয়ং ফিরহাদ হাকিম

Share this article
click me!