রোগ নিয়ন্ত্রণে রাখতে যেমন মেনে চলা প্রয়োজন কঠোর নিয়ম, তেমনই নিয়ম করে খেতে হবে ওষুধ। এর সঙ্গে মেনে চলুন ঘরোয়া টোটকা। শীতকালে নানা কারণে ডায়াবেটিস (Diabetes) বাড়তে দেখা যায়। এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত এই কয়টি খাবার খান। উপকার পাবেন।
আধুনিকতার দৌড়ে বদলেছে আমাদের জীবনযাত্রা (Lifestyle)। সারাটা দিন ব্যস্ততা। কাজের চাপে নিজের জন্য সময় নেই। প্রতিটি মুহূর্তে সকলে যেন দৌড়ে চলছে। সারাক্ষণ নয় কাজের চাপ, নয় মানসিক চাপ (Stress)। এই সবের জন্য শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। ব্লাড প্রেসার (High Pressure), হার্টের রোগ (Heart Disease), কোলেস্টেরল থেকে কিডনির (Kidney) সমস্যা- এই সবেই ভুগছেন অনেকে। এছাড়া, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন বহুজন। আজকাল ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা খুঁজলে শেষ করা মুশকিল। প্রতিটি পরিবারে একজন করে ডায়াবিটেস রোগী পাওয়া যায়। এই রোগ নিয়ন্ত্রণে রাখতে যেমন মেনে চলা প্রয়োজন কঠোর নিয়ম, তেমনই নিয়ম করে খেতে হবে ওষুধ। এর সঙ্গে মেনে চলুন ঘরোয়া টোটকা। শীতকালে নানা কারণে ডায়াবেটিস (Diabetes) বাড়তে দেখা যায়। এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত এই কয়টি খাবার খান। উপকার পাবেন।
আরও পড়ুন: Causes of Heart Disease: আপনার কয়টি অভ্যেস ডেকে আনছে হার্টের রোগ, জেনে নিন কী কী