স্তনবৃন্তই দেবে স্তন ক্যান্সারের ইঙ্গিত, কী করে বুঝবেন- সোশ্যাল মিডিয়ায় তাই বললেন চিকিৎসক

প্রত্যেক মানুষ নিজের শরীরকে যতটা ভালো করে চেনে তার থেকে ভালো করে আর কেউ জানতে পারে না। আপনি আপনার স্তনবৃন্ত দেখেই বুঝে নিতে পারবেন আপনার অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা কতটা রয়েছে। ইনস্টাগ্রামে তেমনই একটি বার্তা দিয়েছেন চিকিসক তনয়া ওরফে ডক্তর কিউটারাস।

প্রতিটি মানুষ যেমন আলাদা হয় তেমনই প্রতিটি মানুষের স্তনের বৃন্তও আলাদ। একই রকম ভাবে প্রতিটি মানুষের স্তনের আকার আর রঙও আলাদা হয়। যদিও বিজ্ঞাপণের জন্য অনেকেই স্তনের সৌন্দর্যের একটি নির্দিষ্ট সংজ্ঞায় বিশ্বাস করতে পারেন। তবে একটি একটিই সঠিক কোনও পদ্ধতি নয়। স্তন ও স্তন বৃন্তের আকার বা রঙ একএকজন মানুষের একএক রকম হয়। 

আসলে প্রত্যেক মানুষ নিজের শরীরকে যতটা ভালো করে চেনে তার থেকে ভালো করে আর কেউ জানতে পারে না। আপনি আপনার স্তনবৃন্ত দেখেই বুঝে নিতে পারবেন আপনার অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা কতটা রয়েছে। ইনস্টাগ্রামে তেমনই একটি বার্তা দিয়েছেন চিকিসক তনয়া ওরফে ডক্তর কিউটারাস। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি স্পষ্ট করে দিয়েছেন স্তনবৃন্ত দেখে অপনি কী করে বুঝবেন আপনি অসুস্থ কিনা। তিনি আরও জানিয়েছেন  কীকী কারণে একজন মহিলাকে চিকিৎসকের কাছে যেতে হতে পারে। 

Latest Videos

তনয়া বলেছেন স্তনবৃন্তের বৈচিত্র্য রয়েছে। সেগুলি সমতল বা উল্টানো হতে পারে। যদিও বর্তমান এমন একটি ধারনা প্রচার করা হয়েছে যাতে মনে করা হয় সকলেরই স্তনবৃন্ত একরকম। আদতে তা হয় না। স্তনের মতই স্তনবৃন্তে বৈচিত্র্য স্বাভাবিক ব্যাপারে। 

কিন্তু স্তনের আকার ও রঙ থেকেও অনেক সময় বোঝায় আপনি অসুস্থ কিনা। আপনি যদি আপনার স্তনবৃন্তে কোনও পরিবর্তন লক্ষ্য করেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ সেটি বিপজ্জনক রোগের ইঙ্গিত দিতে পারে। ব্রেস্ট ক্যান্সার বা স্তনক্যান্সারও ইঙ্গিত দিয়ে থাকে স্তনবৃন্ত। তেমনই জানিয়েছেন তিনি।

আর এই পরিবর্তন লক্ষ্য করার করার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন রয়েছে।  সপ্তাহে একদিন অবশ্যই নিজের স্তন নিজে পরীক্ষা করে দেখতে পারেন। আয়নার সামনে দাঁড়িয়ে স্তনের আকারও রঙের কোনও পরিবর্তন হল কিনা তা যেমন দেখবেন তেমনই নজর দেবের স্তনের ফুসকুড়ি বা ভিরতে কোনও শক্ত গোলাকৃতি মাংসপিণ্ড তৈরি হয়েছে কিনা। এমনটা যদি দেখেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি শরীর শরীরের আচরণ ও দুর্বলতাও অনেক সময় বলে দেয় আপনি কোনও মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন কিনা। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : কেন হিন্দুদের উপর বারবার আক্রমণ? সাঁইথিয়ার ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু
'গুজবের' জেরে জ্বলল নাগপুর! বিরাট অ্যাকশনে নামল পুলিশ | Nagpur Violence News Update | Maharastra
'রাম নবমীতে ক্ষমতা দেখাবে হিন্দুরা, পারলে আটকাবেন' খোলা চ্যালেঞ্জ Suvendu Adhikari | Ram Nabami 2025
Suvendu Adhikari: মিডিয়াতে বাইট দেওয়ার সময় পুলিশি বাঁধা, তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী
PM Modi : লোকসভায় মহাকুম্ভ নিয়ে বিরোধীদের মুখ বন্ধ করলেন নরেন্দ্র মোদী, দেখুন কী বলছেন