বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস ধাক্কা খেল গুজরাটে, দল ছাড়লেন ১০ বারের বিধায়ক

গুজরাট বিধানসভা নির্বাচের আগেই ভাঙল কংগ্রেস। দল ছাড়লেন ১০ বারের বিধায়ক মোহনসিং রথভা। তাঁর ছেলেরা বিজেপিতে যোগ দিয়েছে। ছেলেকে বিজেপি প্রার্থী করবে বলেও নিশ্চিত তিনি।

 

গুজরাট বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা কংগ্রেসের। এবার ১০ বারের কংগ্রেস বিধায়ক মোহনসিং রাথভা দল ছেড়েছেন। সম্ভবত তিনি কংগ্রেসের মূল প্রতিপক্ষ বিজেপিতে যোগ দিতে পারেন। মঙ্গলবার মোহনসিং রথভা কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন। একই সঙ্গে তিনি বিধায়ক পদও ত্যাগ করেছেন। তাতেই তার দলত্যাগের জল্পনা উস্কে দিয়েছে।

৭৮ বছরের রথভা কংগ্রেসের প্রধান জগদীশ ঠাকুকেক কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। তিনি কংগ্রেসের দীর্ঘ দিনের নেতা। পাশাপাশি একজন জনপ্রিয় উপজাতি নেতাও তিনি। গুজরাটের ছোট উদয়পুর তপশিলি অধ্যুষিত এই এলাকা তাঁর নির্বাচনী কেন্দ্র। ২০১২ সালের আগে তিনি ছোট উদয়পরু জেলার পাভি - জেতপুর আসন থেকে ভোট যুদ্ধে সামিল হয়েছিলেন।

Latest Videos

সম্প্রতি রাথভা ঘোষণা করেছে তিনি পরের মাসে বিধানসভা নির্বাচনের জন্য টিকিট চাইবেন না। দল মুখ পরিবর্তন করতে চাইলে তাহলে তাঁর ছেলে রাজেন্দ্র সিং রাথভাবে তাঁর আসন আসন থেকে প্রার্থী করারও প্রস্তাব দিয়ে রেখেছিলেন তিনি। অন্যদিকে কংগ্রেস সাংসদ নারান রাথভাও একই আসন থেকে তাঁর ছেলের জন্য টিকিটের দাবি জানিয়ে রেখেছেন বলে কংগ্রেস সূত্রের খবর। তবে কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। স্থানীয় কংগ্রেস সূত্রের খবর দল ও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রেখে রথভা কংগ্রেসের ওপর চাপ তৈরি করতে চাইছেন। কারণ পদত্যাগ করেই তিনি আহমেদাবাদের বিজেপির সদর দফতরে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যের সাধারণ সম্পাদক ভার্গব ভাট ও প্রদীপসিং বাঘেলা। অন্যদিকে রথভার ছেলে রাজেন্দ্র সিং ও রঞ্জিত সিংও বিজেপিতে যোগ দিয়েছেন। তবে বিজেপি ছেলেকে টিকিট দেবে কিনা জানতে চাইলে মোহন সিং বলেন তিনি এই বিষয় ১০০ শতাংস নিশ্চিত।

তবে রথভা বলেছেন, তাঁর বয়স হয়েছে। আর সেই কারণে তিনি ভোটে দাঁড়াতে চান না। তবে তাঁর ছেলে একজন সিভিল ইঞ্জিনিয়ার। ছেলে মনে করছে এই অবস্থায় তাঁদের পরিবারের সকলের বিজেপিতে যোগ দেওয়া জরুরি। তাঁর তাঁরা দল ছাড়ছেন বলেও জানিয়েছেন। তবে তিনি আরও বলেছেন, কংগ্রেস তাঁকে বা তাঁর ছেলেকে টিকিট দেবে না এমনটা কখনও বলেননি। তিনি মূলত বিজেপি সরকার আর প্রদানমন্ত্রী মোদীর কাজে মুগ্ধ হয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি আদিবাসীদের জন্য প্রচুর কাজ করছে তাই তিনি দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন আগামী দিনে পরিবারের সঙ্গে বিজেপির হয়ে কাজ করতে চান। 

আরও পড়ুনঃ

'এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ'- এটাই G20র মূলমন্ত্র বললেন প্রধানমন্ত্রী মোদী

'আমি গুজরাট তৈরি করেছি', ভোটের আগে নতুন স্লোগানে জাত্যাভিমান উস্কে দিলেন মোদী

গুজরাট নির্বাচন নিয়ে বোমা ফাটালেন অরবিন্দ কেজরিওয়াল, বললেন ভোট যুদ্ধ থেকে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি

 

 

 

Share this article
click me!

Latest Videos

Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari