সংক্ষিপ্ত

গুজরাট নির্বাচনের আগে কংগ্রেস আর বিজেপিকে এক হাত নিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন গুজরাট বিধানসভা নির্বাচনে যাতে তার দল প্রার্থী না দেয় তার চেষ্টা করেছিল বিজেপি।

গুজরাট নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে রীতিমত বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন গুজরাট বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি যাতে প্রতিদ্বন্দ্বিতা না করে তার জন্য সবরকম চেষ্টা করেছিল বিজেপি। এমনকি তাঁকে তাঁর মন্ত্রীদের ছেড়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল গেরুয়া শিবির। কেজরিওয়াল আরও বলেন গুজরাট নির্বাচনে এখনই তাঁর দল রয়েছে দ্বিতীয় স্থানে। এবার এক নম্বর স্থান পাওয়ার লড়াই করছে তারা। কেজরিওয়ালের দাবি কংগ্রেস আসন্ন নির্বাচনে পাঁচটিরও কম আসন পাবে।

শনিবার কেজরিওয়াল বলেছেন তাঁর দলের প্রথম সারির দুই নেতা সত্যেন্দ্র জৈন ও মনীষ সিসৌদিয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত করছে। এই অবস্থায় বিজেপির পক্ষ থেকে তাঁকে গুজরাট নির্বাচন থেকে সরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল গুজরাট নির্বাচনে আপ যদি প্রার্থী না দেয় তাহলে দলের দুই শীর্ষ নেতৃত্বকে রেহাই দেওয়া হবে। কিন্তু কেজরিওয়াল এদিন কোনও বিজেপি নেতার নাম নেননি। সংবাদ মাধ্যম এনডিটিভির অনুষ্ঠানে গিয়েই কেজরিওয়াল বলেছেন, তাঁর দলের এক ব্যক্তি এই প্রস্তাব নিয়ে এসেছিল। সেই কারণেই তিনি নিজের ঘনিষ্টের নাম বলবেন না। তবে বিজেপি যে সরিসরি তাঁকে এই প্রস্তাব দেয়নি তা অবস্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেজরিওয়াল।

কেজরিওয়াল বলেছেন, দিল্লি ও গুজরাটের একের পর এক স্থানীয় নির্বাচনে বিজেপির হার হয়েছে। আর সেই কারণে গেরুয়া শিবিরর তার দলকে ভয় পাচ্ছে। জয় পেতেই কেজরিওয়ালকে ভোটের আসর ছেড়ে অনেক দূরে চলে যেতে প্রস্তাব পাঠিয়ে ছিল বলেও দাবি তাঁর।

কেজরিওয়াল আরও বলেন, তাঁর দলের দুই প্রথম সারির নেতা মণীষ সিসৌদিয়া আর সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে যে তদন্ত শুরু হয়েছে তার কোনও ভিত্তি নেই। গোটা বিষয়টি সাজানে। তাঁকে আর তার দল আর নেতা মন্ত্রীদের অপদস্থ করতেই বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে।

আর এক মাস পরেই গুজরাট বিধানসভা নির্বাচন । সেখান দল বড় সাফল্য পাবে বলেও আশা করছেন কেজরিওয়াল। তাঁর কথায় আপ ইতিমধ্যেই গুজরাটে নম্বর ২। প্রথম স্থান দখলের জন্য লড়াই করছে। গতবারের প্রধান বিরোধী দল কংগ্রেস গুজরাট বিধানসভা নির্বাচনে ৫টির বেশি আসন পাবে না বলেও দাবি করছেন তিনি।

ডিসেম্বর মাসেই গুজরাট বিধানসভার ১৮২টি আসনে ভোট গ্রহণ হবে। ফল প্রকাশ হিমাচল প্রদেশের সঙ্গে ৮ ডিসেম্বর। ভোট প্রচারে অবশ্য কংগ্রেস অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি আর আম আদমি পার্টির থেকে।

আরও পড়ুনঃ

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কেজরিওয়ালের যোগ, ৫০ কোটি টাকা নেওয়ার অভিযোগ বিজেপির

'মমতাও চান সরকারি কর্মীদের ডিএ দিতে', বলেও শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন প্রথম প্রাধান্য সরকারি প্রকল্প

হিমাচল প্রদেশে ভোট প্রচারে প্রধানমন্ত্রী মোদী, গেলেন স্বামী রাধাস্বামী সৎসঙ্গে