ইউক্রেনের পাশে তেজস - ১৫ বছরের ভারতীয় কিশোর যা করলেন, সারা বিশ্বের কেউ পারেনি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে বহু দেশের বহু মানুষ ইউক্রেনিয় নাগরিকদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু, ১৫ বছরের এক ভারতীয় ছাত্র যা করে দেখালো, তা করতে পারেনি কেউ। 
 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া। সেই সময় থেকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রাষ্ট্রসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ১ কোটিরও বেশি ইউক্রেনীয় নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে সাড়ে ৩৫ লক্ষ মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়েছেন। বাকিরা ইউক্রেনেরই তুলনামূলক নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটির সহায়তায় বহু দেশ এগিয়ে এসেছে, কিন্তু, প্রতিবেশী দেশগুলির সঙ্গে কীভাবে ইউক্রেনীয় শরণার্থীরা যোগাযোগ করবেন, সেই বিষয়ে কোনও সমাধান দিতে পারেনি তারা কেউ। এবার সেটাই করে দেখালো ১৫ বছরের এক ভারতীয় কিশোর। 

১৫ বছরের তেজস 

Latest Videos

ওই কিশোরের নাম তেজস রবিশঙ্কর। সে আর কেউ নয়, ভারতের শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, সেকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর জিভি রবিশঙ্করের ছেলে। এই বয়সেই তেজস একজন সফটওয়্যার ডেভেলপার। ইউক্রেনিয় শরণার্থীরা যাতে করে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহজে সংযোগ স্থাপন করতে পারেন, তার জন্য সে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে। অ্যাপটির নাম 'রেফিউজ'। 

আরও পড়ুন - স্বামীকে গুলি, তারপর ছেলের সামনে মাকে গণধর্ষণ - শিউরে ওঠা বর্বরতা মাতাল রুশ সৈন্যের

আরও পড়ুন - 'চিন হামলা করলে কি রাশিয়া সাহায্য করবে', ভারতকে রীতিমতো হুমকি দিল আমেরিকা

আরও পড়ুন - ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কি হাঁপিয়ে গেল রাশিয়া? সুর নরম, ছেড়ে দিল ৩টি বড় দাবিই

লঞ্চ হল 'রেফিউজ'

তেজস মাত্র দুই সপ্তাহের মধ্যেই 'রেফিউজ' অ্যাপটি তৈরি করেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ), গুগল প্লেস্টোরে সে অ্যাপটি আপলোড করেছে। তেজস অ্যাপের লিঙ্কটি টুইটও করেছে। সে লিখেছে, ইউক্রেনে বাস্তুচ্যুত মানুষদের সাহায্য করার জন্য রেফিউজ লঞ্চ করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলিতে যারা সহায়তা প্রদান করতে আগ্রহী তাদের সঙ্গে ইউক্রেনিয় শরণার্থীদের সংযোগ স্থাপন করিয়ে দেবে এই অ্যাপ। 

রেফিউজ অ্যাপের বৈশিষ্ট্য

এই অ্যাপের বিভিন্ন ফিচার্স বা বৈশিষ্ট্য সম্পর্কেও টুইট করে জানিয়েছে তেজস। 

- শরণার্থীদের জন্য নিকটতম সাহায্যের স্থান খুঁজে পেতে এই অ্যাপে সমগ্র বিশ্বের মানচিত্র রয়েছে

- পুরো বিশ্বেই এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ভিত্তিক যাচাইকরণের সুবিধা দেওয়া হয়েছে।

- এছাড়া এই অ্যাপে শরণার্থীরা, খাবার, থাকার জায়গা এবং ওষুধের মতো প্রয়োজনীয় সাহায্যের তালিকা পাবেন। 

- ইউক্রেনিয় শরণার্থীরা এই অ্যাপের মাধ্যমে মাত্র দুটি ক্লিকে তাঁদের প্রয়োজনীয় সাহায্যের জন্য অনুরোধ জানাতে পারবেন। সেই অনুরোধ দেখে আগ্রহী ব্যক্তিরা, তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। 

- রেফিউজ অ্যাপ ১২ টিরও বেশি ভাষা অনুবাদ করে থাকে।    কাজেই ভাষাগত সমস্যাও মিটবে এই অ্যাপের মাধ্যমেই। 

ছেলেকে বাবার সাধুবাদ 

তেজসের বাবা জিভি রবিশঙ্কর টুইটারে তাঁর ছেলের কৃতিত্ব শেয়ার করেছেন। এই সাফল্যের জন্য ছেলের ভুয়সী প্রশংসা করেছেন এই উদ্যোগপতি। টুইটারে তিনি লিখেছেন, 'তরুণ প্রজন্মের কাছে আরও শক্তি আসুক! তারা বিতর্কে নয়, পদক্ষেপ গ্রহণে বিশ্বাসী। এভাবে এগিয়ে চলো তেজস'।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury