মধ্যপ্রদেশে ভারী বর্ষণ। শনিবার রাত থেকে প্রবল বর্ষণ অনুভূত হয়েছে মধ্যপ্রদেশে। দিল্লির মৌসম ভবনের তরফে, ৩২ টি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করে দেওয়া হয়েছিল। প্রবল বৃষ্টির জেরে কার্যত বানভাসি পরিস্থিতির শিকার হয়েছে মধ্যপ্রদেশ।
সোমবার সকালে প্রবল বৃষ্টির জেরে ওয়াইংগং নদীতে ভেয়ে গিয়েছে তিনজন, তাদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও দুজন এখনও নিখোঁজ। ভোপালের ডিস্ট্রিক্ট কালেক্টরের তরফে সমস্ত সরকারে এবং বেসরকারি স্কুলের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসই সোমবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চন্দ্রপৃষ্ঠে বাধা,তাই বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপন করা যাচ্ছে না,জানালেন চন্দ্রযান-১-এর ডিরেক্টর
চন্দ্র অভিযানে 'কলঙ্ক', এনআরসি তালিকায় নাম নেই চন্দ্রযান-২-এর বিজ্ঞানীর
খোঁজ মিলল ল্যান্ডার বিক্রমের, এবার শুধু যোগাযোগের অপেক্ষা
শুধু চন্দ্রযান-২ নয়, গত ছয় দশকে ৬০ শতাংশ চন্দ্রাভিযান সাফল্য পেয়েছে, জানাল নাসা
প্রবল বৃষ্টির জেরে তলিয়ে গেল এক দুবছরের শিশুও। ভোপালের ফান্ডা এলাকায়ে নিজের বাড়ির সামনেই একটি ড্রেনে পড়ে যায় ২ বছরের ছোট্ট অনুস্কা সেন। এরপর তার দেহ যখন উদ্ধার করা হয়, তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শনিবার রাত থেকে লাগাতার প্রবল বর্ষণের জেরে মধ্যপ্রদেশের একাধিক জেলায় কার্যত বানভাসি অবস্থা। মৌসম ভবন সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ৬২.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে কালিয়াসোট জলাশয়ের ১৩টি গেট খুলে দেওয়া হয়েছে বলে খবর।