শাহিনবাগ নিয়ে সরগরম দিল্লির রাজনীতি, ভোট পেতেই আন্দোলন বলে বিজেপিকে নিশানা আপের

  • শাহিনবাগ আন্দোলনের তিন নেতা বিজেপিতে 
  • বিজেপি মুসলিম বিরোধী নয় বলেই দাবি আন্দোলনকারীদের
  • এই ঘটনাকে হাতিয়ার করেছে আপ
  • শাহিনবাগের কারণেই বেশি ভোট পেয়েছ বলে দাবি 
     

একজন নয় তিন জন শাহিনবাদ আন্দোলনকারী নেতা যোগদান করেছেন বিজেপিতে। এই ঘটনা রীতিমত উত্তপ্ত দিল্লির রাজনীতি। দিল্লিতে বিজেপি মূল প্রতিপক্ষ আম আদমি পার্টির নিশানা করেছে গেরুয়া শিবিরকে। আপের অভিযোগ শাহিনবাগ আন্দোলন ছিল বিজেপির মস্তিস্ক প্রসূত। দিল্লি বিধানসভা নির্বাচনে ফয়দা তুলতেই এই আন্দোলন বলেও অভিযোগ আপের। 


নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে দিল্লির শাহিনবাদে প্রায় তিন মাস অবস্থান বিক্ষোভ করেছিলেন বহু মানুষ। আন্দোলনকারীদের অধিকাংশ ছিল সংখ্যালঘু সম্প্রদায়। এই আন্দোলনের সঙ্গে যুক্ত সোশ্যাল অ্যাক্টিভিস্ট শাহজাদা আলি, ডাঃ মেহরিন , তবসুম হুসেন বিজেপিতে যোগ দিয়েছেছন। দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্ত ও দলের জাতীয় সহসভাপতি শ্যাম জাজুর উপস্থিতিতেই তাঁরা পদ্ম পতাকা হাতে তুলে নেন। শাহজাদ আলি জানিয়েছেন দিল্লিতে বিজেপি একটি ইউনিটে যোগ দিয়েছেন। বিজেপি মুসলিম বিরোধী নয় এটা প্রমাম করা অত্যন্ত জরুরি বলেও জানিয়েছেন। 

Latest Videos

পুতিনের প্রাক্তন বান্ধবী ছিল 'র' এজেন্ট, ভারতীয় গোয়েন্দাদের নজরে ছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ...

বারামুল্লায় নিহত লস্কর প্রধান সাজ্জাদ, উপত্যকায় আবারও সাফল্য নিরাপত্তা বাহিনীর ..

এই ঘটনা সামনে আসতেই আসরে নামেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি বলেছেন শাহিনবানবাগ  একটি চক্রবূহ্য। যা বিজেপি তৈরি করেছিল। তিনি বলেন যারা নারগিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে স্লোগান তুলেছিল তারা কী করে গেরুয়া শিবিরে যোগদান করল। তিনি আরও বলেন শাহিনবাগের যে বিক্ষোভকারীরা বিজেপির সমালোচনা করেছিল তারা আসলে বিজেপিরই অংশ ছিল। তাঁর আরও প্রশ্ন শাহিনবাগের বিক্ষোভকারীরা যখন ভারত বিরোধী স্লোগান তুলেছিল তাই কি তখন পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি? 

১ হাজার কোটি টাকা হাওয়ালাকাণ্ডে চিনা নাগরিকের বিরুদ্ধে ইডির মামলা, চলছে জিজ্ঞাসাবাদও .

এখানেই থেমে থাকেননি আপ নেতা। তিনি আরও বলেছেন, বিজেপি শাহিনবাগ আন্দোলনের কারণেই বিধানসভা নির্বাচনে উত্তর-পূর্ব দিল্লি থেকে বেশি আসন জিততে পেরেছিল। হিন্দু ও মুসলিমদের মধ্যে ব্যবধান তৈরি করেই ভোট পেয়েছিল বলে তাঁর অভিযোগ। শাহিনবাগ  আন্দোলনের কারণেই বিজেপির ভোট ১৮শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ হয়েছিল বলে দাবি করেন সৌরভ ভরদ্বাজ। 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News