অষ্টম বেতন কমিশন নিয়ে তোলপাড় করা আপডেট! মাইনের টাকা গুণে শেষ করতে পারবে সরকারি কর্মীরা

অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট সামনে এল। সূত্রের খবর ২০২৫ সালের বাজেটে থাকতে পারে অষ্টম বেতন কমিশনের কথা। কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন বাড়তে পারে ১৮৬ শতাংশ। নূন্যতম বেতন ৫০ হাজারের বেশি।

 

Saborni Mitra | Published : Nov 24, 2024 8:32 AM IST
19
অষ্টম বেতন কমিশন

আষ্টম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে কেন্দ্রীয় সরকারের কর্মীদের মধ্যে। তারই মধ্যে সামনে এল বড় খবর।

29
অষ্টম বেতন কমিশন ইস্যু

সম্প্রতি অষ্টম বেতন কমিশন ইস্যুতে মুখ খুলেছেন, ন্যাশানল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবগোপাল মিশ্র। তাঁর অনুমান বেতন নির্ধারণের ভিত্তিগুলি আর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর অন্তত ২.৮৬ শতাংশে গিয়ে দাঁড়াবে। তাতে প্রায় তিন গুণ বেতন বাড়বে সরকারি কর্মীদের।

39
সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর

সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৬৭ শতাংশ। সবমিলিয়ে ২৯ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে।

49
সরকারি কর্মীদের বেতন

শিবগোপাল মিশ্রের অনুমান সবকিছু টিকঠাক থাকলে সরকারি কর্মীদের নূন্যতম বেতন হতে পারে ৫১ হাজার ৪৮০ টাকা। অর্থাৎ ১৮৬ শতাংশ বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন।

59
অবসরপ্রাপ্তদের জন্য

এই সুবিধে পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও। বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাদের পেনশনও। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নূন্যতম পেনশন ৯ হাজার টাকা। তাদেরও পেনশন বৃদ্ধি পাবে ১৮৬ শতাংশ। অর্থাৎ নূন্যতম পেনশন ৯ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২৫ হাজার ৭৪০ টাকা।

69
অষ্টম বেতন কমিশনের ঘোষণা

কেন্দ্র সরকার এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশন নিয়ে কোনও ঘোষণা করেনি। সূত্রের খবর আগামী বছর, ২০২৫ সালের বাজেটে অষ্টম বেতন কমিশনের ঘোষণা থাকতে পারে।

79
অষ্টম বেতন কমিশনের দাবি

ইতিমধ্যেই ক্যাবিনেট সচিব এবং অর্থ মন্ত্রকের কাছে বেতন কমিশন গঠনের ব্যাপারে দাবি জানিয়েছে কর্মচারীদের একাধিক সংগঠন।

89
ডিসেম্বর বৈঠক

অষ্টম বেতন কমিশন নিয়ে ডিসেম্বরে বৈঠকে বসতে পারে ন্যাশানাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। সেখানেই কমিশন গঠনের ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

99
সরকারি কর্মীদের বেতন

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ঠিক করা হয়েছিল। ষষ্ঠ বেতন কমিশনে মাসে সাত হাজার টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক পে।

Share this Photo Gallery
click me!

Latest Videos