পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ড কী অবস্থা? ASI-র ৪৫ পাতার রিপোর্ট হাতে পেল কর্তৃপক্ষ

পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় রত্নভাণ্ডার নিয়ে মন্দির কর্তৃপক্ষ বা শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনকে রিপোর্ট দিল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।

 

Saborni Mitra | Published : Nov 24, 2024 7:13 AM IST
110
পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার

পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া একটি রিপোর্ট দিয়েছে মন্দির কর্তৃপক্ষ বা শ্রী জগন্নাথ মন্দির পরিচালন কমিটিকে। সেই রিপোর্টে রত্ন ভাণ্ডারের বর্তমান অবস্থার উল্লেখ রয়েছে।

210
ASI এর রিপোর্ট

ASI-এর রিপোর্টে বলা হয়েছে মন্দিরের রত্নভাণ্ডারের জরিপ করা হয়েছে। বর্তমানে রত্নভাণ্ডারের কী অবস্থা রয়েছে তার কথা উল্লেখ রয়েছে।

310
মন্দির কমিটির বক্তব্য

ASIর রিপোর্ট নিয়ে মন্দির কমিটিও নিজের বক্তব্য জানিয়েছে। তাদের কথায় তাঁরা দ্রুত রত্নভাণ্ডার মেরিমতির আবেদন করেছে ASIএর কাছে। তাদের দাবি দ্রুত রত্নভাণ্ডারের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করুক ASI।

410
৪৫ পাতার রিপোর্ট

মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে অরবিন্দ পাধী জনিয়েছেন, ASI একটি ৪৫ পাতার রিপোর্ট দিয়েছে রত্নভাণ্ডারের অবস্থা নিয়ে। রত্নভাণ্ডার সংরক্ষণে ASIকে তারা সবরকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।

510
অরবিন্দ পাধীর মন্তব্য

পাধী বলেছেন, 'এএসআই রত্নভান্ডারে যে জিপিআর-জিপিএস সমীক্ষা চালিয়েছিল, তার রিপোর্ট আমরা পেয়েছি। মন্দিরের নিরাপত্তা এবং স্থায়িত্বের বিষয়টি এসজেটিএ সব সময় গুরুত্ব দিয়ে বিবেচনা করে।'

610
রত্নভাণ্ডারের অবস্থা

পাধী আরও বলেছেন, এএসআই আর রিপোর্ট অনুযায়ী রত্নভাণ্ডারের দেওয়াল আর মেঝেতে কিছু সমস্যা রয়েছে। এএসআই-এর রিপোর্ট মন্দির কর্তৃপক্ষের একটি দলও খতিয়ে দেখবে বলে তিনি জনিয়েছেন।

710
জুলাই রত্নভাণ্ডার খোলা

প্রায় ৪৬ বছর পরে চলতি বছর জুলাই মাসে খোলা হয়েছিল পুরীর রহস্যমত রত্নভাণ্ডার।

810
উদ্ধার

রত্নভাণ্ডার থেকে কী কী পাওয়া গেছে তা জানানি মন্দির কমিটি। তবে সেই সময় প্রকাশ পাওয়া ছবিতে দেখা গিয়েছিল বড় বড় কাঠের বাক্স রত্নভাণ্ডার থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে।

910
রত্নভাণ্ডারের ঘর

পুরীর রত্নভাণ্ডারের দুটি প্রকষ্ঠ রয়েছে। একটি বহিঃপ্রকোষ্ট অন্যটি অন্তঃপ্রকোষ্ঠ।

1010
অন্তঃপ্রকোষ্ঠে কাজ

মেরামতির জন্য মন্দিরের রত্নভাণ্ডারের অন্তঃপ্রকোষ্ঠটি খোলা হয়েছিল। দীর্ঘ দিন এটি মেরামতি হয় না। জগন্নাথ, বলরাম ও শুভদ্রার গয়না ও উপহার পাওয়া সামগ্রী থাকে এখানে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos