কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পর এবার বেসিক বেতন বৃদ্ধির জল্পনা। ২০২৬ সালে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই বেসিক বেতন বৃদ্ধির সম্ভাবনা। নতুন বেতন কমিশন ছাড়াই বেতন বৃদ্ধি হতে পারে বলে আলোচনা চলছে।
ফের ধামাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। বহুদিন ধরে খবরে রয়েছে তাদের ডিএ-র খবর।
215
৫৩ শতাংশ ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বহুদিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে।
315
এবার প্রকাশ্যে এল বেসিক স্যালারি বৃদ্ধির খবর। শোনা যাচ্ছে বেসিক স্যালারি বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
415
আসছে নয়া বেতন কমিশন। ২০২৬ সালে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন।
515
এখন থেকে শুরু হয়ে গিয়েছে অষ্টম বেতন কমিশনের তোড়জোড়। এই বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত টাকা বাড়বে তা নিয়ে চলছে আলোচনা।
615
শোনা যাছে, এবার বেতন কমিশন ছাড়াই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বাড়তে পারে।
715
প্রতিবারই বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বৃদ্ধি হয়। এবারও এমনটাই আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
815
তবে, কত শতাংশ বেসিক বেতন বৃদ্ধি হবে তা এখনও আলোচনা স্তরে। এই নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ বক্তব্য পেশ করা হয়েছে।
915
জানানো হয়েছে, এখন অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার কোনও প্রস্তাব বিবেচনা করে দেখেনি। তাই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক স্যালারি বৃদ্ধি হতে পারে নয়া পদ্ধতি মেনে। এমনই আশা কর্মীদের মধ্যে।
1015
প্রকাশ্যে আসা এক প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, যে ২০১৬ সালে শেষ বার বেসিক পরিবর্তন হয়েছিল।
1115
তখন কর্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন। তবে এবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে নয়া বেতন কমিশন গঠন না করেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বাড়ানো হবে।
1215
শিবগোপাল মিশ্র দাবি করেন, তিনি এখনও মনে করেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পরিবর্তনের নয়া উপায় হল বেতন কমিশন।
1315
তবে, সরকার নয়া বিকল্পের মাধ্যমে এবার বেসিক পরিবর্তন করতে পারে। যদিও এই নিয়ে আপাতত কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
1415
তবে, সরকার নয়া বিকল্পের মাধ্যমে এবার বেসিক পরিবর্তন করতে পারে। যদিও এই নিয়ে আপাতত কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
1515
কেন্দ্র কী ভাবে সেটা আগে কর্মচারী সংগঠনের কাছে স্পষ্ট করে দিতে হবে।