ডিসেম্বর মাসেই পাবেন দুর্দান্ত খবর! অবশেষে বড় আপডেট সরকারি কর্মীদের জন্য

চলতি মাস ডিসেম্বরেই মিলতে চলেছে সেই বহু প্রতীক্ষিত সুখবর। বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মীদের। ডিএ বৃদ্ধির পর এই দুর্দান্ত সুখবরে লাখ লাখ সরকারি কর্মীর ভাগ্য খুলবে। পকেটে আসবে মোটা অংকের টাকা।

Parna Sengupta | Published : Dec 9, 2024 3:14 AM IST
110

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির (Salary Hike) সম্ভাবনা আরও তীব্র হল। এতদিন ধরে অপেক্ষা করেছেন সরকারি কর্মীরা।

210

এবার চলতি মাস ডিসেম্বরেই মিলতে চলেছে সেই বহু প্রতীক্ষিত সুখবর। বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মীদের।

310

ডিএ বৃদ্ধির পর এই দুর্দান্ত সুখবরে লাখ লাখ সরকারি কর্মীর ভাগ্য খুলবে। পকেটে আসবে মোটা অংকের টাকা।

410

তাহলে আর দেরি কেন? শীঘ্রই জেনে নেওয়া যাক নতুন কোন আপডেট পেতে চলেছেন আপনারা।

510

চলতি বছর দীপাবলীর সময় কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করেছে সরকারি কর্মীদের। বছরের শুরুর দিকে একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হলেও এবার ফের সরকারি কর্মীরা (Government Employees) পেয়েছিলেন উপহার।

610

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আগামী দিনেও সরকারি কর্মীদের ডিএ ফের বাড়তে পারে বলে খবর।

710

সেক্ষেত্রে বছরের শুরুতেই সুখবর মিলতে পারে। আপাতত সরকারি কর্মীদের জন্য নতুন আপডেট চলে এসেছে। আর সেই আপডেট সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি কেন্দ্রিক।

810

সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কমিশন (8th Pay Commission) কবে গঠন হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

910

বেতন কমিশন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলির।

1010

তবে এখনো পর্যন্ত সেই বৈঠক হয়নি। এরমধ্যে একাধিক রিপোর্টে এই দাবি করা হচ্ছে যে বৈঠকটি আয়োজিত হতে পারে এই ডিসেম্বরে।

Share this Photo Gallery
click me!

Latest Videos