'বাবা বিক্রি আছে, লাগবে নাকি?' আট বছরের খুদের পোস্ট মুহূর্তে ভাইরাল

‘বাবা বিক্রি আছে। দাম ২ লক্ষ টাকা। বিশদে জানতে চাইলে কলিং বেল বাজাতে হবে।’

বাচ্চাদের নানান কর্মকান্ড নজর কাড়ে সকলের। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাচ্চাদের নানান অদ্ভুত কাজ। তবে, এবার বাচ্চার একটি পোস্ট অবাক করল সকলকে। সদ্য একটি বাচ্চা লেখেন, ‘বাবা বিক্রি আছে। দাম ২ লক্ষ টাকা। বিশদে জানতে চাইলে কলিং বেল বাজাতে হবে।’ বাচ্চার হাতে লেখা এমন পোস্ট ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

জানা গিয়েছে, বাচ্চাটির বয়স ৮ বছর। সদ্য তার বাবার সঙ্গে সামান্য ঝগড়া হয়েছিল। সে কারণে এমন পোস্ট করেন। বাবার সঙ্গে মনোমালিন্য হওয়ার পর তার বাবা ভেবেছিল সব মিটে গিয়েছে। কিন্তু, বাস্তবে হল ভিন্ন। বাবাকে বিক্রি করার পরিকল্পনা করল সে। এই বিক্রির কথা একটি কাগজে লিখে দরজার বাইরে আটকে দিয়েছে। যা দ্রুত হয়েছে ভাইরাল।

Latest Videos

বাচ্চাটির এমন কর্মকান্ড অবাক করেছে সকলকে। বাবার প্রতি কোনও কারণে রাগ হতেই পারে, তাই বলে এমন কান্ড যে কোনও বাচ্চা করতে পারে, তা কারও মাথায় আসেনি। একটি চিরকুটে এমন কথা লিখে নিজের দরজার বাইরেল আটকে দিয়েছে সে। মাত্রা দাম ২ লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা করেছে সে নিজের বাবাকে। এর আগে শিশু বিক্রির খবর শোনা গিয়েছে, এই প্রথন শোনা গেল বাবা বিক্রির খবর।

 

 

এই খবর ভাইরাল হলে সকলেই অবাক হয়েছেন। অধিকাংশই নিন্দা করেছেন এমন ঘটনার। বাবার সঙ্গে সমস্যা হতেই পারে। তা স্বাভাবিক, তাই বলে এমন খুঁদে বাচ্চার এই পদক্ষেপ নিন্দা করেছেন সকলের। বাচ্চার এমন মস্তিষ্কপ্রসূত কান্ড দেখে চক্ষু চরক গাছ হয়েছে সকলের।

 

আরও পড়ুন

উপত্যকার রেস্তোরাঁর মেনুতে থাকে না কাশ্মীরের খাঁটি খাবার, এর কারণ আজও অজানা সকলের

'সনাতন ধর্ম বিরোধীদের ভোট নয়…', মুখ্যমন্ত্রী স্তালিনের মন্তব্য উত্তাল তামিলনাড়ু

TMC Delhi Protest Update : দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আটক হতেই তপ্ত বাংলার রাজনীতি

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury