অল্পের জন্য রক্ষা পেল বিমান। মাঝ আকাশএ আচমকাই বিমানের গিয়ার ফেল করে যায়। বেঙ্গালুরুর এই ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ফেলে দিয়েছে।
বিমানের নোজ গিয়ার আচমকাই উপরের দিকে উঠে যায়। আর তা কোনওভাবেই নিচে নামছিল না। মাঝ আকাশে বিমানের এমন যান্ত্রিক গোলযোগে আতঙ্কের হিমস্রোত যেন বয়ে গিয়েছিল দুই পাইলটের শিরদাঁড়ায়। মুহূর্তে তাঁরা বিপদের প্রমাদ গুনছিলেন। কিন্তু কথায় আছে রাখে হরি মারে কে। এক প্রবল সাহসীকতার পরিচয় দিয়ে বেঙ্গালুরুতে বিমানের জরুরি অবতরণ করাতে সমর্থ হন পাইলটরা।
বিমানের এই জরুরি অবতরণের ঘটনা ১১ জুলাই। জানা গিয়েছে এই বিমানটি ওয়ার প্রিমিয়ার নামে একটি সংস্থার। বিমানটি ওয়ান এ ক্যাটিগরি বিভাগের। বিমানটিতে যাত্রী পরিবহণের ব্যবস্থা থাকলেও ঘটনার সময় কোনও যাত্রী ছিলেন না। দুই পাইলট বিমানটিকে নিয়ে আকাশে উড়েছিলেন। বেঙ্গালুরুর হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড বা হ্যাল-এর বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।
জানা গিয়েছে নোজ গিয়ার আপ করেই বিমানটি জরুরি অবতরণ করে। ডিজিসিএ-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়ার প্রিমিয়ার সংস্থার একটি ওয়ান এ বিমান ভিটি-কেবিএন যা বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দর অঞ্চল থেকে বিয়ালে যাচ্ছিল। সেই সময় মাঝ আকাশে বিমানের এয়ারটাঙ্কবাঙ্ক সমস্যা তৈরি হয়। কারণ বিমানের নোজ গিয়ার আপ হয়েছিল। বিমান টেক-অফ করার পর নোজ গিয়ার পুনঅবস্থায় ফিরে যাওয়ার কথা। কিন্তু সেটা না হওয়ায় বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
নোজ গিয়ার আসলে বিমানের টেক-অফ এবং ল্যান্ডিং-এর জন্য গুরুত্বপূর্ণ। এই নোজ গিয়ার ঠিক না থাকলে বিমান যে কোনও সময় টেক-অফ বা ল্যান্ডিং-এ বিপদের মধ্যে পড়ার কথা। এক্ষেত্রে দুই পাইলট এমার্জেন্সি ল্যান্ডিং-এ যে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন তাতে কোনও সন্দেহ নেই।