অনলাইন গেম, ক্যাসিনো, রেস খেললে দিতে হবে কর, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

দেশে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু হওয়ার পর থেকে বিভিন্ন পণ্য ও পরিষেবার উপর কর চাপিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার নতুন করের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এবার দেশে অনলাইন গেম খেললেও দিতে হবে ২৮ শতাংশ কর। ঘোড়দৌড়ে বাজি ধরলেও দিতে হবে কর। এমনকী, ক্যাসিনো খেললেও দিতে হবে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। মঙ্গলবার জিএসটি কাউন্সিলের ৫০-তম বৈঠকের পর এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ বিষয়ে দেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একশ্রেণির মানুষ এই করকে স্বাগত জানালেও, অনলাইন গেমিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা বিরোধিতা করছেন। ই-গেমার্স অ্যান্ড প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রযুক্তি নীতি সংক্রান্ত আইনজীবী ও ডিরেক্টর শিবানি ঝা বলেছেন, ‘এই কর চাপানোর অর্থ হল, সবাইকে শুধু অনলাইন গেম খেলার ব্যাপারে নিরুৎসাহিতই করা হচ্ছে না, যে পেশাদার ব্যক্তিরা অনলাইন গেমকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাঁদের উপরেও বোঝা চাপাবে এই কর। এই কর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশের প্ল্যাটফর্মে অনলাইন গেম খেলতে বাধ্য করবে। ডিজিট্যাল প্রোগ্রেসিং গেমিং ইকোসিস্টেমকে এই মুহূর্তে অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।’ ইন্ডিয়াপ্লেজ সংস্থার চিফ অপারেটিং অফিসার আদিত্য শাহ বলেছেন, '২৮ কর চাপার ফলে গেমিং শিল্প কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে।'

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনলাইন গেমিং, ঘৌড়দৌড় ও ক্যাসিনোর উপর জিএসটি-র কথা ঘোষণা করলেও, কয়েকটি বিষয়ের উত্তর এখনও পাওয়া যায়নি। কোনও ব্যক্তি যত টাকার বাজি ধরছেন তার উপর কর প্রযোজ্য হবে না মোট যত টাকার বাজি তার উপর, সেটা অস্পষ্ট। যে প্ল্যাটফর্মে গেম খেলা হচ্ছে, সেই প্ল্যাটফর্মের ফি-র উপর কর প্রযোজ্য হবে কি না, সেটাও এখনও জানা যায়নি। আপাতত শুধু এটুকুই জানা গিয়েছে, কেউ অনলাইনে গেম খেলার জন্য ১০০ টাকা খরচ করলে ২৮ টাকা কর হিসেবে দিতে হবে।

Latest Videos

শিশুদের উপর অনলাইন গেমিংয়ের কুপ্রভাব পড়ার কথা ভেবেই কেন্দ্রীয় সরকার কর চাপানোর মাধ্যমে মানুষকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে কি না, এই প্রশ্ন করা হয়েছিল সীতারমনকে। তাঁর জবাব, ‘জিএসটি কাউন্সিল কোনও শিল্পকেই শেষ করে দিতে চায় না। তবে একইসঙ্গে অত্যাবশ্যকীয় পণ্যের মতোই এই ধরনের শিল্পের ক্ষেত্রে কর কমিয়ে দেশে ভুল বার্তা দেওয়া উদ্দেশ্য নয়। কোনও খেলায় দক্ষতা প্রয়োজন না ভাগ্য, সেটা বিচার করা হচ্ছে না। এই ধরনের গেম থেকে যে অর্থ পাওয়া যাচ্ছে, তার উপর কর চাপানো যায় কি না শুধু সেটাই আমরা দেখছি।’

আরও পড়ুন-

প্রথম ভারতীয় সংস্থা হিসেবে দেশেই আইফোন অ্যাসেম্বেল করতে চলেছে টাটা গ্রুপ

তাইওয়ানের ফক্সকন বেদান্তের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি ভাঙল, বড় ধাক্কা ভারতের ইলেক্ট্রনিক্স শিল্পে

Viral Video: মেয়ে কোলে খাবার দিচ্ছে জোমাটো এজেন্ট, ভিডিও দেখে কুর্নিশ নেটিজেনদের

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury