Aero India 2023: মার্কিন যুক্তরাষ্ট্রের শোস্টপার F-35, ভারতে বিক্রি নিয়েও মুখ খুললেন মার্কিন আধিকারিক

F 35A Lightning II ডেমোনস্ট্রশন দল ইতিমধ্যেই জানিয়েছে তারা অ্যারো ইন্ডিয়াতে অংশ গ্রহণ করবে। ইনস্টাগ্রামে F 35A Lightning II ডেমোনস্ট্রশন দল বলেছে 'আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা অ্যারো ইন্ডিয়ার জন্য ভারতের বেঙ্গালুরুতে উড়ানে অংশ নিতে যাচ্ছি।'

আজ থেকে শুরু হচ্ছে অ্যারো ইন্ডিয়া ২০২৩ (Aero India 2023)। প্রদর্শনীতে অংশ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের শো-স্টপার হল ফাইটার এয়ারক্রাফ্ট F-35 (F 35 Lightning II)। মার্কিন যুক্তরাষ্ট্র বিমনটি প্রদর্শনীর জন্য ভারতে নিয়ে এলেই সূত্রের খবর অত্যাধুনিক যুদ্ধ বিমান ভারতকে দেওয়ার কোনও পরিকল্পনা নেই।

F 35A Lightning II ডেমোনস্ট্রশন দল ইতিমধ্যেই জানিয়েছে তারা অ্যারো ইন্ডিয়াতে অংশ গ্রহণ করবে। ইনস্টাগ্রামে F 35A Lightning II ডেমোনস্ট্রশন দল বলেছে 'আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা অ্যারো ইন্ডিয়ার জন্য ভারতের বেঙ্গালুরুতে উড়ানে অংশ নিতে যাচ্ছি।' তারা আরও জানিয়েছে এশিয়ার বৃহত্তম মহাকাশে ৫ম প্রজন্মের এই বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে। এটি তাদের দেশের জন্য অত্যান্ত সম্মানের বিষয় বলেও জানান হয়েছে। তারা আরও বলেছে এই বাণিজ্যিক অনুষ্ঠানের মাধ্যমে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ়় হবে।

Latest Videos

অ্যারো ইন্ডিয়া ২০২৩ নিয়ে রিয়ার অ্যাডমিরাল মাইকেল বেকার বলেছেন F 35 এর বিষয় যদি এই এয়ারশোতে আসতে হয় তবে এটি ভারতের প্রিমিয়ারএয়ারশোতে বিশ্বের সবথেকে উন্নত ফাইটার আনতে হবে। আমাদের অংশীদারীকে অত্যান্ত কৌশলগত উপায়ে সমর্থন করতে হবে। নয়া দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে তিনি আরও বলেন, ভারতের এই এয়ারশোকে তারা পুরোপুরি সমর্থন জানায়। আর সেই কারণে যুদ্ধবিমানগুলি নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন , 'তাদের মাটিতে দুটি এফ এ ১৮ আছে। রয়েছে দুটি এফ-১৬।' এগুলিও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে বলেও জানিয়েছেন তিনি। সেখানেই তিনি ভারতে এফ ৩৫ যুদ্ধ বিমান দেওয়ার নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তার অবসান ঘটান।

তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এই বিষয় তাদের কিছু জানান হয়নি। তাদের কোনও বৈঠক বা পর্যালোচনা হয়নি। তবে তিনি ভারতের প্রতিরক্ষাখাতে গবেষণার খুব প্রশংসা করেন। বলেছেন ভারত ভবিষ্যতের যোদ্ধা তৈরিতে মনোযোগী। মার্কিন সিদ্ধান্ত অনুযায়ী এফ-৩৫ বিক্রি করা হবে না। এটি একটি শক্তিশালী যুদ্ধ বিমান। এই বিমান স্থলবাহিনী ও নৌবাহিনীকে শক্তিশালী করতে পারে। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে এই সপ্তাহ জুড়ে ভারতীয় বিমানের পাশাপাশি আমেরিকার বিমানগুলিকেও দেখা যাবে।

আরও পড়ুনঃ

Aero India 2023: বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদী, কাল উদ্বোধন হবে অ্যারো ইন্ডিয়া ২০২৩

আলুপরটা-ধোকলা খেতে খেতেই ৩৭০ ধারা প্রত্যাহার, ধিলোনের বইতে আরও চমক রয়েছে

কাশি সারাতে ২ মাসের শিশুকে গরম লোহার ছ্যাঁকা, মধ্যপ্রদেশের পর এবার মর্মান্তিক চিকিৎসা গুজরাটে

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia