মাত্র ৯ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে লালু প্রসাদ যাদব, এইমসের জরুরি বিভাগে চিকিৎসা তাঁর

রাচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (RIMS) এর মেডিক্যাল বোর্ড লালু প্রসাদকে দিল্লিতে রেফার করেছিল। তারপর মঙ্গলবার রাত ৯টা নাগাদ তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হয়। 

Saborni Mitra | Published : Mar 23, 2022 1:51 PM IST / Updated: Mar 24 2022, 12:10 AM IST

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আবারও হাসপাতালে ভর্তি করতে হল রাষ্ট্র জনতা দলের নেতা লালু প্রসাদ যাদবকে (RJD Leader Lalu Prasad Yadav)। দিল্লির এইমস (Delhi AIIMS) হাসপাতালে রাতভর পর্যবেক্ষণের রাখার পর এদিন ভোররাত ৩টের দিকে তাঁকে হাসপাতাল ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু দুপুরের দিকে অসুস্থ বোধ করেন তিনি। বেলা  সাড়ে ১২টা নাগাদ তাঁকে আবার জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানেই দ্বিতীয়বারের জন্য চিকিৎসা শুরু হয় তাঁর। 

রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (RIMS) এর মেডিক্যাল বোর্ড লালু প্রসাদকে দিল্লিতে রেফার করেছিল। তারপর মঙ্গলবার রাত ৯টা নাগাদ তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্রের খবর রাঁচিতেই তাঁর স্বাস্থ্যার অবনতি হয়েছিল। হাসপাতাল সূত্রে জানাগেছে জরুরি বিভাগে সারারাত পর্যবেক্ষণে রাখা হয়েছিল লালু প্রসাদ যাদবকে। সেখানেই তাঁর শারীরিক অবস্থার মূল্যায়ণ করা হয়েছিল। এদিন ভোর ৩টের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তারপর আবার দুপুর ১২টা নাগাদ অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। 

গত ২১ ফেব্রুয়ারি ডোরান্ডা পশুখাদ্য কেলেঙ্কারিতে  দোষী সাব্যস্ত হন লালু প্রসাদ যাদব। সিবিআই বিশেষ আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানা করেছিল। পশুখাদ্য কেলেঙ্কারিতে ১৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।


দীর্ঘ দিন ধরেই লালু প্রসাদ যাদব কিডনিসহ একাধিক সমস্যায় ভুগছিলেন। ৭৩ বছর বয়সী লালু প্রসাদ যাদবের ব্লাড প্রেসার ও ব্লাড সুগারের সমস্যা রয়েছে তাঁর। লালু প্রসাদের মেডিক্যাল বোর্ডে থাকা এক চিকিৎসক জানিয়েছেন তাঁর ক্রিয়েটিনেন মাত্রা বেড়ে ৪.৬ হয়েছে। যা আগে ৩.৫১ ছিল। রক্তে শর্করা ও রক্তচাপও ওঠানামা করেছে। তাঁর কিডনির মাত্র ১৫-২০ শতাংশ কাজ করতে সক্ষম। 

একটা সময় বিহারের দাপুটে মুখ্যমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। বর্তমানে পশুখাদ্য কেলেঙ্কারি মামলা জেরবার হচ্ছেন তিনি। বিহার, ঝাড়খণ্ডসহ একাধিক রাজ্যে মামলা চলছে পশুখাদ্য কেলেঙ্কারির। বর্তমানে দলের কাজ থেকেই তিনি কিছুটা দূরে। দলের দায়িত্ব সামলাচ্ছেন তাঁর ছেলে তেজস্বী যাদব। আরজেডির মুখ তিনি। তাঁরই নেতৃত্বে সদ্যো বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন আরজেডি। বিহারের প্রধান বিরোধী দলও আরজেডি।  মাস কয়েক আগে লালুর ছেলে তেজস্বীর বিয়ে হয় দিল্লিতে। সেইসময়ও তিনি  এসেছিলেন দিল্লিতে। 

রাশিয়ানদের মারামারি চিনির জন্য, সুপারমার্কেটের ভিডিওতে ধরা পড়ল আর্থিক সংকটের ভয়ঙ্কর ছবি

'অসৎ বুদ্ধিজীবীরা রাজ্য চালালে কী হয়', রামপুরহাটের ঘটনা নিয়ে টুইট রণবীর শোরের

বাগটুই গ্রামে ৮ জনকে কুপিয়ে খুন করে পেট্রোল ঢেলে আগুনে পোড়ান হয়, মুখ খুললেন নিহতদের পরিবার

Read more Articles on
Share this article
click me!